রানিগঞ্জ, 30 মে :8 বছরের শিশু কন্যার উপর শারীরিক অত্যাচার চালানোর অভিযোগে গ্রেফতার করা হল এক তান্ত্রিককে ৷ রানিগঞ্জ এলাকার ঘটনা ৷
রানিগঞ্জের 36 নম্বর ওয়ার্ডের শালডাঙার বড়দইয়ের ভাড়া বাড়িতে থাকা 8 বছরের শিশুকন্যার উপর শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে তান্ত্রিকের বিরুদ্ধে । অভিযোগ, নিজের বাড়িতে কেউ না-থাকার সুযোগ নিয়ে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে সেখানে নিয়ে যায় ওই তান্ত্রিক ৷ এরপর শিশুটিকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ ৷
ওই তান্ত্রিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানায় শিশুটির পরিবার । অভিযুক্ত তান্ত্রিকের নাম রবিন গড়াই । এই ঘটনার পর থেকেই সেই তান্ত্রিক পলাতক ছিল । নিগৃহীত শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে রানিগঞ্জের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় তার পরিবার ।
আরও পড়ুন:প্রাক্তন তো প্রসেনজিত্, আমার প্রাক্তন বান্ধবীও নেই, প্রাক্তন দলও নেই ; শোভন-প্রশ্নে জবাব মদনের
অভিযোগ পাওয়ার পরেই রানিগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত তান্ত্রিকের খোঁজ তল্লাশি শুরু করে । অবশেষে দীর্ঘ 8 দিন পরে তার হদিশ মেলে ৷ ইতিমধ্যেই রানিগঞ্জ থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে । জানা গিয়েছে, অভিযুক্ত তান্ত্রিক জামুড়িয়ার চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাড়ুল এলাকায় নিজের বোনের বাড়িতে আত্মগোপন করে ছিল । রানিগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে গ্রেফতার করে অভিযুক্ত তান্ত্রিককে ।