আসানসোল, 8 সেপ্টেম্বর: হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানি (Raju Sahani) চিটফান্ড মামলায় (Chit Fund Case) সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন । গত 5 দিন সিবিআই হেফাজতে থাকার পর আজ তাঁকে আসানসোল সিজেএম কোর্টে তোলা হয় । কোর্টে সওয়াল জবাবে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, রাজু সাহানির থাইল্যান্ড, হংকং-সহ নানা দেশে ব্যবসায়িক যোগসূত্র মিলেছে । সেই ব্যবসাগুলিতে বর্ধমান সংমার্গ চিটফান্ড কোম্পানির ডিরেক্টরদেরও যোগসূত্র আছে । তাই রাজু সাহানিকে জামিন দিলে তথ্য ও নথি লোপাট হয়ে যেতে পারে । বিচারক দুপক্ষের সাওয়াল জবাব শেষে রাজু সাহানিকে 14 দিনের জেল হেফাজতে পাঠান ।
চিটফান্ড সংস্থার সঙ্গে যোগসূত্র পেয়ে সিবিআইয়ের কাছে গ্রেফতার হয়েছিলেন হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানি । শনিবার তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল । বিচারক রাজু সাহানিকে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন । গত 5 দিনের জেরায় কী নতুন তথ্য উঠে এল, তা জানাতে গিয়ে সিবিআই আইনজীবী কোর্টে দাবি করেন, বিদেশে ব্যবসায়িক যোগসূত্র পাওয়া গিয়েছে এই রাজু সাহানির । চিটফান্ড সংস্থা বর্ধমান সংমার্গের পলাতক ডিরেক্টর ওই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ।
যদিও রাজু সাহানির আইনজীবী বলেন, কেউ ব্যবসা করতেই পারেন বিদেশে । যদিও ওই ব্যবসাগুলি বর্তমানে মৃতপ্রায় । এ দিন রাজু সাহানির আইনজীবী জামিনের জন্য আবেদন করলে সিবিআই আইনজীবী সেই জামিনের আবেদনকে বিরোধিতা করেন । তাঁদের বক্তব্য, এই মুহূর্তে রাজু সাহানি বাইরে গেলে, তিনি প্রভাবশালী তত্ত্ব খাটিয়ে তথ্য নথি লোপাট করতে পারেন ।