পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Rabindra Jayanti Programme : আসানসোলে পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান ‘শতকন্ঠে রবীন্দ্রনাথ’ - আসানসোল পৌরনিগম

সমাজের পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে রবীন্দ্রজয়ন্তীর উৎসবের আয়োজন আসানসোল পৌরনিগমের (Rabindra Jayanti Programme Shata Kanthe Rabindranath by Asansol Municipality Corporation) ৷ যে অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘শতকণ্ঠে রবীন্দ্রনাথ’ (Shata Kanthe Rabindranath) ৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাঁদের নার্সিং ট্রেনিং দিয়ে সাবলম্বি করে তুলছে ৷ সেই মেয়েদের নিয়েই রবীন্দ্রজয়ন্তীর এই অনুষ্ঠান ৷

Rabindra Jayanti Programme Shata Kanthe Rabindranath by Asansol Municipality Corporation
Rabindra Jayanti Programme Shata Kanthe Rabindranath by Asansol Municipality Corporation

By

Published : May 8, 2022, 8:58 PM IST

আসানসোল, 8 মে : আসানসোল শহরের একেবারে প্রান্তিক অঞ্চলে তাঁদের বসবাস ৷ শহরাঞ্চলের রবীন্দ্র জয়ন্তীর আঁচ তাঁদের বাড়ি পর্যন্ত পৌঁছয় না ৷ আর সেই সব পিছিয়ে পড়া দুঃস্থ পরিবারে মেয়েরা আসানসোল পৌরনিগমের জাঁকজমকপূর্ণ রবীন্দ্রজয়ন্তীতে গান গাইবেন রবীন্দ্রভবনে ৷ যা তাঁরা কোনও দিন স্বপ্নেও ভাবেননি ৷ এ বার সেই অসাধ্য সাধন হতে চলেছে বার্নপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ৷

25 বৈশাখ আসানসোল রবীন্দ্রভবনে অন্য স্বাদের অনুষ্ঠান ‘শতকণ্ঠে রবীন্দ্রনাথ’ (Shata Kanthe Rabindranath) ৷ সমাজের একশোর বেশি পিছিয়ে পড়া মেয়েরা সেই অনুষ্ঠানে কবিগুরুর গান পরিবেশন করবেন ৷ তাঁদের সঙ্গে গলা মেলাবেন আসানসোলের বিশিষ্টজনেরাও ৷ বার্নপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগ নিয়েছিল পিছিয়ে পড়া দুঃস্থ পরিবারের মেয়েদের নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করবে ৷ সেই মতো প্রায় একশোর বেশি মেয়েকে তারা নার্সিং ট্রেনিং দিচ্ছে ৷ তাঁদের সকলে নিজেদের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দিচ্ছে ৷ সেই নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদের নিয়েই রবীন্দ্রজয়ন্তীতে গান গাওয়ানোর উদ্যোগ নিয়েছে আসানসোল পৌরনিগম ৷

আসানসোলে পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান ‘শতকন্ঠে রবীন্দ্রনাথ’

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউয়ে রবীন্দ্রজয়ন্তী কার্যত ফিকে আরামবাগে

আয়োজক সংস্থার পক্ষ থেকে গৌতম সরকার জানান ‘‘এরা মূলত চাষ করতেন ৷ সেখানে থেকেই তাঁদের নার্সিং ট্রেনিং দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে ৷ খুব ইচ্ছে ছিল তাঁদের দিয়ে গান গাওয়ানোর ৷ পৌরনিগম সেই সুযোগ করে দিয়েছে ৷’’ অন্যদিকে, সংস্থার কর্ণধার অসীম মাজি জানিয়েছেন ‘‘তাঁরা কখনও স্বপ্নেও ভাবেননি রবীন্দ্রভবনে দাঁড়িয়ে গান গাইবেন ৷ অংশগ্রহণকারীরা নিজেরাও খুব উৎসাহী ৷ আগামী দিনে ওদেরকে নিয়ে আরও অনেক কাজ করার ইচ্ছে আছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details