পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গুজব রুখতে আসানসোলে বন্ধ ইন্টারনেট পরিষেবা - dur to protect peace

সোশাল মিডিয়ায় গুজব ছড়ানো বন্ধ করতে আসানসোলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং ৷ 30 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা ৷

প্রতীকী ছবি

By

Published : Jul 25, 2019, 11:33 AM IST

আসানসোল, 25 জুলাই : সোশাল মিডিয়ায় গুজব ছড়ানো রুখতে আসানসোলে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা ৷ আগামী 30 জুলাই দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ৷

গতকাল সন্ধে নাগাদ আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং একটি নির্দেশনামা জারি করেন ৷ সেই নির্দেশে 30 জুলাই পর্যন্ত আসানসোলে প্রাথমিকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেন পুলিশ কমিশনার ৷ সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের পরিবেষবা বন্ধ রাখার জন্য সতর্কও করা হয়েছে ৷

আরও পড়ুন : "জয়শ্রীরাম" না বলায় যুবককে মারধরের অভিযোগ

দিন তিনেক আগে "জয়শ্রীরাম" না বলায় এক ফেরিওয়ালাকে মারধর করে কয়েকজন যুবক ৷ তারপর থেকেই আসানসোলের হীরাপুর থানা এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বেশকিছু ভিডিয়ো-পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ তাই গুজবের জেরে অপ্রীতিকর ঘটনা রুখতে 30 জুলাই পর্যন্ত আসানসোল শিল্পাঞ্চলজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ কমিশনার ৷

ABOUT THE AUTHOR

...view details