আসানসোল, 8 জুন : "মাত্র 100 টাকা আয় হয়েছে সকালের একটি ট্রিপে । বরাকর থেকে দুর্গাপুর পর্যন্ত ।" এমনই জানালেন আসানসোল বাস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক । তিনি আরও বলেন, "এই পরিমাণ টাকায় তেলের খরচই উঠবে না । এছাড়া বাস কর্মীদের বেতন দেব কী করে ?"
আসানসোল থেকে বিভিন্ন রুটের বেসরকারি বাস আজ সকাল থেকেই চালু হয় । যদিও যাত্রী সংখ্যা একেবারেই কম । এরকম চলতে থাকলে বাস চালানো সম্ভব নয় বলেই জানাচ্ছেন মালিকরা । যদিও পরীক্ষামূলকভাবে কয়েকদিন দেখতে চাইছেন তাঁরা ।
জেলাশাসকের নির্দেশমতো আজ সকাল থেকেই আসানসোলে বেসরকারি বাস পরিষেবা শুরু হয় । আসানসোল থেকে জেলার অন্যান্য জায়গায় যেমন দুর্গাপুর, রানিগঞ্জ, বরাকর রুটের বাস পরিষেবা শুরু হয়েছে । তেমনি দূরপাল্লার অন্যান্য জেলার বাস পরিষেবাও শুরু হয়েছে ।