পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মিলছে না প্র‍্যাকটিক্যাল ট্রেনিং, বিক্ষোভে পলিটেকনিকের পড়ুয়ারা

তিন বছরের মাইনিং ডিপ্লোমা কোর্স শেষ করেও PDPT করার সুযোগ না পাওয়ায় বিক্ষোভে সামিল পলিটেকনিকের পড়ুয়ারা ।

ছবি
ছবি

By

Published : Jan 4, 2021, 7:49 PM IST

আসানসোল,4 জানুয়ারি : তিন বছরের মাইনিং ডিপ্লোমা কোর্স শেষ করেছেন । কিন্তু এরপরও পোস্ট ডিপ্লোমা প্রাকটিক্যাল ট্রেনিং(PDPT) করার সুযোগ পাননি আসানসোল পলিটেকনিকের ছাত্রছাত্রীরা ।

PDPT না হলে অসম্পূর্ণ থেকে যায় কোর্স । চাকরি পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হয়ে দাঁড়ায়। আর তাই ট্রেনিংয়ের দাবি জানিয়ে ধাদকাতে আসানসোল পলিটেকনিক কলেজের গেটে বিক্ষোভে সামিল হল পড়ুয়ারা । কলেজের গেট বন্ধ করে তাঁরা সেখানেই বসে পড়েন । দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ ।

বিক্ষোভে পলিটেকনিকের পড়ুয়ারা

বিক্ষোভরত পড়ুয়ারা বলেন, আসানসোল পলিটেকনিক কলেজ সরকারি কলেজ । অন্য রাজ্যে সব পড়ুয়ারা প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন । তাহলে এই রাজ্যে কেন পাবে না ? যদিও, কলেজের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে পড়ুয়ারা বিক্ষোভ তুলে নেন।

ABOUT THE AUTHOR

...view details