সালানপুর, 30 জুলাই: মাথায় আঘাত করে খুনের পর বস্তাবন্দি করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ ৷ হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুরের কালীপাথর গ্রাম সংলগ্ন এলাকায় (Police Arrests Three People in Asansol for Alleged Murder) ৷ মৃতের নাম রাজেশ বাউড়ি ৷ পুলিশ সূত্রে খবর, মৃত রাজেশ বাউড়ির বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক ছিল ৷ সেই প্রেমিকা এবং তাঁর আরও 2 সঙ্গী মিলে গত 25 জুলাই রাজেশ বাউড়িকে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ৷ ওই ঘটনায় 2 মহিলা এবং এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সালানপুর পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, গত 25 জুলাই বাড়ি থেকে বাইক সারানোর নাম করে বেরিয়ে ছিলেন রাজেশ বাউড়ি ৷ কিন্তু, আর ফিরে আসেননি তিনি ৷ পরিবারের লোকজন খোঁজখুজি করেও সন্ধান না পাওয়ার পর সালানপুর থানায় নিখোঁজ ডায়েরি করে ৷ রাজেশ বাউড়ির স্ত্রী বন্দনা বাউড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ৷ পুলিশ তদন্তে নেমে নিখোঁজ রাজেশ বাউড়ির মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে ৷ পুলিশ জানতে পারে জেমারি গ্রামে শেষবার তাঁর মোবাইল লোকেশন দেখাচ্ছে ৷ অর্থাৎ, গ্রামেই তাঁর ফোন বন্ধ হয়ে যায় ৷
পুলিশ বাইকটির সন্ধান করেও কোনও খোঁজ পায়নি ৷ এর পরেই রাজেশের পরিবারের কাছে পুলিশ জানতে পারে, তাঁর বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক (Extra Marital Affairs) রয়েছে ৷ সেই সূত্র ধরে পাশের ভাগরা গ্রামের এক মহিলাকে আটক করে সালানপুর পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও এক মহিলা এবং ব্যক্তিকে আটক করা হয় ৷ লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন তিনজন ৷ তাঁরা স্বীকার করেন, রাজেশকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে ৷