পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Asansol Murder Case: সালানপুরে এক ব্যক্তিকে খুনের পর মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ, গ্রেফতার 2 মহিলা সহ-তিন - বিবাহ বহির্ভূত সম্পর্ক

সালানপুরে এক ব্যক্তিকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ৷ ঘটনায় মৃতের প্রেমিকা সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police Arrests Three People in Asansol for Alleged Murder) ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই ওই ব্যক্তিকে মারা হয়েছে ৷

Man Murdered by Lover and Her Other Partners in Asansol Police Arrests Three Accused
Man Murdered by Lover and Her Other Partners in Asansol Police Arrests Three Accused

By

Published : Jul 30, 2022, 3:56 PM IST

সালানপুর, 30 জুলাই: মাথায় আঘাত করে খুনের পর বস্তাবন্দি করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ ৷ হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুরের কালীপাথর গ্রাম সংলগ্ন এলাকায় (Police Arrests Three People in Asansol for Alleged Murder) ৷ মৃতের নাম রাজেশ বাউড়ি ৷ পুলিশ সূত্রে খবর, মৃত রাজেশ বাউড়ির বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক ছিল ৷ সেই প্রেমিকা এবং তাঁর আরও 2 সঙ্গী মিলে গত 25 জুলাই রাজেশ বাউড়িকে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ৷ ওই ঘটনায় 2 মহিলা এবং এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সালানপুর পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গত 25 জুলাই বাড়ি থেকে বাইক সারানোর নাম করে বেরিয়ে ছিলেন রাজেশ বাউড়ি ৷ কিন্তু, আর ফিরে আসেননি তিনি ৷ পরিবারের লোকজন খোঁজখুজি করেও সন্ধান না পাওয়ার পর সালানপুর থানায় নিখোঁজ ডায়েরি করে ৷ রাজেশ বাউড়ির স্ত্রী বন্দনা বাউড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ৷ পুলিশ তদন্তে নেমে নিখোঁজ রাজেশ বাউড়ির মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে ৷ পুলিশ জানতে পারে জেমারি গ্রামে শেষবার তাঁর মোবাইল লোকেশন দেখাচ্ছে ৷ অর্থাৎ, গ্রামেই তাঁর ফোন বন্ধ হয়ে যায় ৷

পুলিশ বাইকটির সন্ধান করেও কোনও খোঁজ পায়নি ৷ এর পরেই রাজেশের পরিবারের কাছে পুলিশ জানতে পারে, তাঁর বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক (Extra Marital Affairs) রয়েছে ৷ সেই সূত্র ধরে পাশের ভাগরা গ্রামের এক মহিলাকে আটক করে সালানপুর পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও এক মহিলা এবং ব্যক্তিকে আটক করা হয় ৷ লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন তিনজন ৷ তাঁরা স্বীকার করেন, রাজেশকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে ৷

সালানপুরে এক ব্যক্তিকে খুনের পর মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ

আরও পড়ুন:স্বামীর মদ ও নারী আসক্তি! প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ

জিজ্ঞাসাবাদে পুলিশকে তাঁরা জানিয়েছেন, 25 জুলাই সন্ধেয় জেমারি গ্রামের প্রান্তে ডেকে পাঠানো হয় রাজেশ বাউড়িকে ৷ আগের থেকেই সেখানে লোহার রড নিয়ে প্রস্তুত ছিল ওই 3 জন ৷ রাজেশ সেখানে যাওয়ার পর কথা বলার ফাঁকে লোহার রড দিয়ে তাঁর মাথায় সজোরে মারা হয় ৷ তৎক্ষণাত মাটিতে লুটিয়ে পড়েন রাজেশ ৷ মৃত্যু নিশ্চিত করতে বারবার লোহার রড দিয়ে তাঁকে আঘাত করা হয় ৷ এর পর দেহটি বস্তায় ভরে গ্রামের পরিত্যক্ত এলাকায় নিয়ে গিয়ে পুঁতে দেয় অভিযুক্তরা ৷

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রাজেশ বাউড়ির দেহ উদ্ধার করা হয়েছে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশ জানতে পেরেছে, রাজেশের বাইক একটি পরিত্যক্ত খাদানে ফেলে দেওয়া হয়েছে ৷ জায়গাটি চিহ্নিত করা গেলেও, বাইকটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ৷ 2 মহিলা সহ 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে ৷ তবে, প্রণয় ঘটিত কারণে মৃত্যু, নাকি এর পিছনে অন্যকোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details