পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Fake DSP Arrest : ডিএসপি পরিচয় দিয়ে তোলাবাজি, আসানসোলে গ্রেফতার দুই

ডিএসপি পরিচয় দিয়ে তোলাবাজি করছিলেন এক যুবক ৷ অভিযোগ পেয়ে তাঁকে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ সঙ্গে পাকড়াও করা হয় তাঁর গাড়ির চালককেও ৷

police arrested fake DSP and his companion in asansol
Fake DSP Arrest : ডিএসপি পরিচয় দিয়ে তোলাবাজি, আসানসোলে গ্রেফতার দুই

By

Published : Oct 30, 2021, 8:06 PM IST

আসানসোল, 30 অক্টোবর : পশ্চিম বর্ধমানের আসানসোলে ধরা পড়ল ভুয়ো ডিএসপি ৷ ধরা পড়েছে তাঁর সাগরেদও ৷ ধৃতদের নাম যথাক্রমে কৌস্তভ বন্দ্যোপাধ্য়ায় এবং জিতেন্দ্র শর্মা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই তোলাবাজি চালিয়ে যাচ্ছিলেন এই দুই যুবক ৷ কৌস্তভের বাড়ি আসানসোল দক্ষিণ থানার ইসমাইল এলাকায় ৷ জিতেন্দ্র শর্মা আসানসোল দক্ষিণ থানা এলাকারই বুধা গ্রামের বাসিন্দা ৷ ধৃতদের মধ্যে কৌস্তভ ইসিএলের নিরাপত্তারক্ষী ৷ শনিবার দুই কীর্তিমানকে তাঁদের বাড়ির এলাকা থেকেই গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন :Fake Doctor Arrest : ত্রিবেণীতে গ্রেফতার ভুয়ো দন্ত চিকিৎসক

আসানসোল দক্ষিণ থানা সূত্রে খবর, শুক্রবার রাতে কৌস্তভ বন্দ্যোপাধ্যায় নিজেকে ডিএসপি পরিচয় দিয়ে আসানসোল স্টেশন এবং বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তোলাবাজি করছিলেন ৷ সঙ্গে ছিলেন তাঁর গাড়ির চালক জিতেন্দ্র শর্মা ৷ সেই খবর পেয়েই টহলদারিতে বেরিয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ তারা কৌস্তভকে ধরে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছেও নিজেকে মেদিনীপুরের ডিএসপি বলে পরিচয় দেন ওই যুবক ৷ প্রাথমিকভাবে পুলিশকর্মীরাও ধন্দে পড়ে যান ৷ পরে মেদিনীপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, কৌস্তভ নামে সেখানে কোনও ডিএসপি নেই ৷

এরপর ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয় ৷ কৌস্তভকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বেশ কিছু নথি ৷ তা থেকেই জানা যায়, তিনি ইসিএলের নিরাপত্তারক্ষী ৷ সঙ্গে মেলে কিছু টাকাও ৷ এই ঘটনায় পুলিশ একটি মোটরবাইক ও একটি স্কুটারও বাজেয়াপ্ত করেছে ৷ দু’টিতেই ‘প্রেস’ লেখা স্টিকার সাঁটানো ছিল ৷

আরও পড়ুন :Fake Journalist : ভুয়ো প্রেস স্টিকার লাগানো গাড়ি নিয়ে সীমান্তে দাপাদাপি, স্থানীয়দের তৎপরতায় শ্রীঘরে যুবক

শনিবার ধৃত দু’জনকে আসানসোল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের পাঁচদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল কুলদীপ এস সুরেশ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details