আসানসোল, 30 অক্টোবর : পশ্চিম বর্ধমানের আসানসোলে ধরা পড়ল ভুয়ো ডিএসপি ৷ ধরা পড়েছে তাঁর সাগরেদও ৷ ধৃতদের নাম যথাক্রমে কৌস্তভ বন্দ্যোপাধ্য়ায় এবং জিতেন্দ্র শর্মা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই তোলাবাজি চালিয়ে যাচ্ছিলেন এই দুই যুবক ৷ কৌস্তভের বাড়ি আসানসোল দক্ষিণ থানার ইসমাইল এলাকায় ৷ জিতেন্দ্র শর্মা আসানসোল দক্ষিণ থানা এলাকারই বুধা গ্রামের বাসিন্দা ৷ ধৃতদের মধ্যে কৌস্তভ ইসিএলের নিরাপত্তারক্ষী ৷ শনিবার দুই কীর্তিমানকে তাঁদের বাড়ির এলাকা থেকেই গ্রেফতার করে পুলিশ ৷
আরও পড়ুন :Fake Doctor Arrest : ত্রিবেণীতে গ্রেফতার ভুয়ো দন্ত চিকিৎসক
আসানসোল দক্ষিণ থানা সূত্রে খবর, শুক্রবার রাতে কৌস্তভ বন্দ্যোপাধ্যায় নিজেকে ডিএসপি পরিচয় দিয়ে আসানসোল স্টেশন এবং বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তোলাবাজি করছিলেন ৷ সঙ্গে ছিলেন তাঁর গাড়ির চালক জিতেন্দ্র শর্মা ৷ সেই খবর পেয়েই টহলদারিতে বেরিয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ তারা কৌস্তভকে ধরে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছেও নিজেকে মেদিনীপুরের ডিএসপি বলে পরিচয় দেন ওই যুবক ৷ প্রাথমিকভাবে পুলিশকর্মীরাও ধন্দে পড়ে যান ৷ পরে মেদিনীপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, কৌস্তভ নামে সেখানে কোনও ডিএসপি নেই ৷