আসানসোল, 16 জুলাই : কখনও ভুয়ো সাংবাদিক, কখনও ভুয়ো পুলিশ, কখনও বা ভুয়ো সিবিআই আধিকারিক । চিত্তরঞ্জনের শ্মশানের মুন্না ডোম ভুয়ো পরিচয়ে প্রতারণা করে হয়ে উঠেছিল লাখ লাখ টাকার মালিক । সাম্প্রতিককালে রীতিমতো বিলাসবহুল জীবনযাপন করত সে ৷ তবে শেষরক্ষা হল না । ঝাড়খণ্ডের জামতাড়া পুলিশের জালে ধরা পড়ল চিত্তরঞ্জনের প্রতারক । তাকে ঝাড়খণ্ড থেকে ট্রানজিট রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে চিত্তরঞ্জন থানা ।
মুন্না ডোম ওরফে এম কে সিং । রেলশহর চিত্তরঞ্জনের বেস রোড এলাকার বাসিন্দা । কখনও চাকরির নাম করে, কখনও অন্য ফিকিরে চিত্তরঞ্জন শহরে তার নামে একাধিক প্রতারণার অভিযোগ ছিল । পরবর্তীকালে মুন্না মিহিজাম হাসিপাহাড়ি এলাকায় বসবাস শুরু করে । সেখানেও প্রতারণার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এককালে চিত্তরঞ্জন শ্মশানে ডোম কাজ করত মুন্না । রাতারাতি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতে শুরু করে । এই জন্য ভুয়ো প্রেস কার্ড বানায় সে । এই সময় এমনকি পুলিশ ও আরপিএফ কর্মীদের ব্ল্যাকমেল করে তোলাবাজির অভিযোগও ওঠে মুন্নার বিরুদ্ধে । এছাড়াও পুলিশ ও সিবিআই সেজেও তোলাবাজি করত সে । রাস্তায় চলন্ত গাড়ি আটকে নিজেকে পুলিশ কিংবা সিবিআই বলে পরিচয় চমকে টাকা আদায় করত । এছাড়া চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা তোলার অভিযোগ আছে তার বিরুদ্ধে ।