পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোল বাজারে শিকেয় আংশিক লকডাউনের নির্দেশ - করোনা

শনিবার আসানসোল বাজারে মানা হল না আংশিক লকডাউনের নির্দেশ ৷ সকাল দশটার পরও খোলা রইল বাজার ৷ কোভিড বিধি উড়িয়ে কেনাকাটা করলেন ক্রেতারাও ৷

wb_asn_no_lockdown_at_asansol_bazar_7203430
আসানসোল বাজারে শিকেয় আংশিক লকডাউনের নির্দেশ

By

Published : May 1, 2021, 6:14 PM IST

আসানসোল, 1 মে : রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন ৷ আপাতত সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত এবং দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে বাজার ৷ এমনটাই নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন ৷ কিন্তু শনিবার বেলা বারোটার সময়েও আসানসোল বাজারে গিয়ে দেখা গেল দিব্যি চলছে বেচা-কেনা ৷ খোলা রয়েছে সবজি বাজার, ফলের বাজার, বাসনপত্রের দোকান থেকে শুরু করে অন্যান্য সবকিছুই ৷

সবজি বিক্রেতাদের বক্তব্য, তাঁদের কাছে আগাম কোনও নোটিশ পুলিশের পক্ষ থেকে আসেনি ৷ সেই কারণেই দোকান খুলে রেখেছেন তাঁরা ৷ তাছাড়া, আগাম খবর না থাকায় মজুত সবজিও রয়েছে প্রচুর ৷ সেসব বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ৷ তাই শনিবার নির্দিষ্ট সময়ের পরও বাজার খুলে রাখতে বাধ্য হয়েছেন তাঁরা ৷ কিন্তু রবিবার থেকে সরকারি নির্দেশিকা মেনে খোলা ও বন্ধ করা হবে দোকান, বাজার ৷

তবে বাজারের অন্য ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন, আংশিক লকডাউনে দোকান-বাজার খোলা বা বন্ধ করার প্রক্রিয়া দিনে একবারই হওয়া উচিত ৷ হয় সকাল থেকে দুপুর আর না হয় দুপুর থেকে রাত অবধি খোলা রাখা হোক দোকান ৷ তা না হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের ৷

অন্যদিকে, বাজারে ঢুকে দেখা গেল ক্রেতাদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে ৷ বহু ক্রেতার মুখ থেকেই নেমে যাচ্ছে মাস্ক ৷ গা ঘেঁষাঘেঁষি করেই চলছে কেনাকাটা ৷

আরও পড়ুন :বাঁকুড়ায় সকাল দশটার পর দোকান বন্ধ করাল পুলিশ

প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান জেলায় এই মুহূর্তে প্রায় সাড়ে পাঁচ হাজার সক্রিয় করোনা রোগী রয়েছেন ৷ জেলায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা ৷ এই অবস্থায় সংক্রমণ রুখতে সচেতনতাই একমাত্র হাতিয়ার বলে মনে করছে প্রশাসন ৷ কিন্তু এদিন আসানসোল বাজার ঘুরে ধরা পড়ল একেবারে উল্টো ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details