আসানসোল, 1 মে : রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাউন ৷ আপাতত সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত এবং দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে বাজার ৷ এমনটাই নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন ৷ কিন্তু শনিবার বেলা বারোটার সময়েও আসানসোল বাজারে গিয়ে দেখা গেল দিব্যি চলছে বেচা-কেনা ৷ খোলা রয়েছে সবজি বাজার, ফলের বাজার, বাসনপত্রের দোকান থেকে শুরু করে অন্যান্য সবকিছুই ৷
সবজি বিক্রেতাদের বক্তব্য, তাঁদের কাছে আগাম কোনও নোটিশ পুলিশের পক্ষ থেকে আসেনি ৷ সেই কারণেই দোকান খুলে রেখেছেন তাঁরা ৷ তাছাড়া, আগাম খবর না থাকায় মজুত সবজিও রয়েছে প্রচুর ৷ সেসব বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ৷ তাই শনিবার নির্দিষ্ট সময়ের পরও বাজার খুলে রাখতে বাধ্য হয়েছেন তাঁরা ৷ কিন্তু রবিবার থেকে সরকারি নির্দেশিকা মেনে খোলা ও বন্ধ করা হবে দোকান, বাজার ৷
তবে বাজারের অন্য ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন, আংশিক লকডাউনে দোকান-বাজার খোলা বা বন্ধ করার প্রক্রিয়া দিনে একবারই হওয়া উচিত ৷ হয় সকাল থেকে দুপুর আর না হয় দুপুর থেকে রাত অবধি খোলা রাখা হোক দোকান ৷ তা না হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের ৷