পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পাণ্ডবেশ্বরের রেশন দোকান পরিদর্শনে জিতেন্দ্র তিওয়ারি

" রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সব গরিব মানুষদের জন্য আগামী 6 মাস বিনামূল্যে রেশন দোকান থেকে জিনিস দেওয়ার নির্দেশ দিয়েছেন । রাজ্যের প্রায় 8 কোটি মানুষকে রেশনের সামগ্রী দেওয়া হবে । লকডাউনের সময় গরিব মানুষদের যাতে কোনও রকম সমস্যা না হয় এবং রেশন দোকানে কোনও রকম কালোবাজারি বরদাস্ত যেন না হয় সেদিকেও আমি নজর রাখছি ৷ " আসানসোলের রেশন দোকান পরিদর্শন করার পর বলেন জিতেন্দ্র তেওয়ারি ৷

PANDAVESHAR
পাণ্ডবেশ্বর

By

Published : Apr 4, 2020, 7:35 PM IST

পাণ্ডবেশ্বর , 4 এপ্রিল :কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন । এই পরিস্থিতিতে ইতিমধ্যেই রাজ্য সরকার রেশন দোকানের মাধ্যমে গরিব মানুষদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছে । অভিযোগ , রেশন দোকানে বিনামূল্যে সাধারণ মানুষ বরাদ্দকৃত সামগ্রী পাচ্ছে না ৷ এই অভিযোগের ভিত্তিতে আজ সকালে এলাকার বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি রেশন দোকান পরিদর্শন করলেন ৷

আসানসোলের পাণ্ডবেশ্বরের রেশন দোকানগুলি পরিদর্শন করেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ৷ কথা হয় রেশন ডিলারদের সঙ্গেও । অভিযোগগুলিকে খতিয়ে দেখার পর রেশন ডিলারদের নির্দেশ দেন যে,"গরিব মানুষদের রেশনের সামগ্রী পেতে যেন কোনও অসুবিধা না হয় । প্রত্যেকেই যাতে বিনামূল্যে রেশনের সামগ্রিক পায় । এছাড়াও তিনি সব রেশন ডিলারদের বলেন যে ," দোকানে থাকা জিনিস ও দামের তালিকা তৈরি করে দোকানের বাইরে টাঙিয়ে রাখতে হবে ।"

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনছেন জিতেন্দ্র তিওয়ারি ৷

রাজ্য সরকারের জারি করা রেশন বণ্টন ব্যবস্থা নিয়ে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন " রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সব গরিব মানুষদের জন্য আগামী 6 মাস বিনামূল্যে রেশন দোকান থেকে জিনিস দেওয়ার নির্দেশ দিয়েছেন । রাজ্যের প্রায় 8 কোটি মানুষকে রেশনের সামগ্রী দেওয়া হবে । লকডাউনের সময় গরিব মানুষদের যাতে কোনও রকম সমস্যা না হয় এবং রেশন দোকানে কোনও রকম কালোবাজারি বরদাস্ত যেন না হয় সেদিকেও নজর রাখছি ৷ তিনি পরিষ্কার করে এও জানিয়ে দেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গরিব মানুষদের যে অধিকার দিয়েছেন, তা থেকে তাঁরা যেন কোনওভাবেই বঞ্চিত না হয় । এইক্ষেত্রে কোন গাফিলতি সহ্য করা হবে না ৷"

ABOUT THE AUTHOR

...view details