কুলটি, 20 ডিসেম্বর : আজ ভোরে লরির সঙ্গে লরির সংঘর্যে মৃত্যু একজনের ৷ ঘটনাটি ঘটেছে দু’নম্বর জাতীয় সড়কে কুলটি থানার অন্তর্গত বাংলা-ঝাড়খন্ড সীমান্তে ডুবুরডি চেকপোষ্টের কাছে । চালবোঝাই একটি লরির পিছনে ধাক্কা মারে অন্য একটি তার বোঝাই লরি । ঘটনাস্থানেই মৃত্যু হয় পিছনের লরির চালক অমিত কুমার পাণ্ডের (45 বছর) ৷
জাতীয় সড়কে দুটি লরির সংঘর্ষ, মৃত এক
ডুবুরডি চেকপোস্টে প্রথমের চাল বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারালে চালক আচমকা ব্রেক কষে ৷ ফলে পিছনের লরিটি থামাতে পারেননি চালক । সামনের লরিটিকে সজোরে ধাক্কা মারে পিছনের তার বোঝাই লরিটি । ঘটনাস্থানেই মৃত্যু হয় পিছনের লরির চালক অমিত কুমারের ।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন আজ ভোরে দু’নম্বর জাতীয় সড়কে দুটি লরি প্রায় একসঙ্গে চলছিল । দু’জনেরই অভিমুখ ছিল ঝাড়খণ্ডের দিকে । ডুবুরডি চেকপোষ্টে প্রথমের চাল বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারালে চালক আচমকা ব্রেক কষে ৷ ফলে পিছনের লরিটি থামাতে পারেননি চালক । সামনের লরিটিকে সজোরে ধাক্কা মারে পিছনের তার বোঝাই লরিটি । ঘটনাস্থানেই মৃত্যু হয় পিছনের লরির চালক অমিত কুমারের । দুমড়ে-মুচড়ে যাওয়া লরিতে আটকে থাকে চালকের মৃতদেহ । কুলটি থানার পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় গ্যাস কাটার দিয়ে দেহ উদ্ধার করে ।
পিছনের লরির খালাসি জব্বর সিং জানান, ‘‘নেপাল বর্ডারের কাছে তার নিয়ে যাচ্ছিল তারা । সামনের চাল বোঝাই লরিটি ব্রেক কষে দেয় । আমাদের লরির ব্রেক ধরেনি । সেই কারণেই এই দুর্ঘটনা ।’’
চাল বোঝাই লরির চালক পলাতক । পুলিশ দুটি লরিকেই আটক করে চৌরঙ্গি ফাঁড়ি নিয়ে আসে ।