আসানসোল, 26 এপ্রিল: রমজান মাসে যাতে পানীয় জলের সংকট না তৈরি হয় তা সুনিশ্চিত করতে জরুরি বৈঠক করা হল আসানসোল পৌরনিগমে । আসানসোল পৌরনিগমের জল বিভাগের মেয়র পারিষদ পূর্ণশশী রায়, ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট সুকোমল মণ্ডলের নেতৃত্বে এই বৈঠক হয় ।
রমজানে পানীয় জল পরিষেবায় কোনও বিঘ্ন নয়, জরুরি বৈঠক পৌরনিগমে - রমজান
লকডাউন চলাকালীনই রমজান মাস শুরু হয়েছে । তার মধ্যে গ্রীষ্মকাল । এর মধ্যে যাতে এলাকায় জলকষ্ট না হয় তা সুনিশ্চিত করতে বৈঠক হল আসানসোল পৌরনিগমে ।
একদিকে চলছে লকডাউন । আর এর মাঝেই রমজান মাস শুরু হয়েছে । রমজান মাসে পানীয় জলের সংকট দেখা দিলে লকডাউনের কারণে অন্য কোনও স্থান থেকে পানীয় জল নেওয়া সম্ভব নয় । উপরন্তু ট্যাঙ্কার পাঠালেও জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে । আর সেই কারণেই টাইম কলে সুষ্ঠুভাবে পানীয় জল যাতে সরবরাহ করা যায় তা নিয়েই জরুরি বৈঠক সেরে ফেলল পৌরনিগম । আসানসোল পৌরনিগমের প্রেক্ষাগৃহে একটি বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকের মুখ্য ভূমিকায় ছিলেন মেয়র পারিষদ পূর্ণশশী রায়, সুকোমল মণ্ডল ।
একদিকে গ্রীষ্মের প্রকোপ বাড়তে শুরু করেছে । অন্যদিকে রমজান মাস । এরই মাঝে চলছে লকডাউন । পূর্ণশশী রায় বলেন, "এমনিতে আসানসোল পৌরনিগমের জল সরবরাহের কোনও ঘাটতি নেই । কিন্তু তারপরেও রমজান মাস চলাকালীন যাতে পানীয় জল পরিষেবায় বিঘ্ন না ঘটে সেই কারণে জল বিভাগের সমস্ত আধিকারিক ও কর্মীদের নিয়ে বৈঠক করা হল । কোনওভাবেই যাতে জল-সরবরাহ বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতেই এই বৈঠক হয়েছে ।