পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সকাল পর্যন্ত প্রার্থী হওয়ার কথা, বিকেলে অন্যের নামে দেওয়াল লিখন ! - jitendra tiwari

জিতেন্দ্র তেওয়ারি নয়। আসানসোলে প্রার্থী হচ্ছেন মুনমুন সেন।

দেওয়ালে জিতেন্দ্র তেওয়ারি নাম লিখছেন মুনমুন সেনের

By

Published : Mar 13, 2019, 4:50 AM IST

আসানসোল, ১৩ মার্চ: সকাল পর্যন্ত অনেকে জানতেন তিনি প্রার্থী হবেন। বিকেলে তিনিই অন্যের নামে দেওয়াল লিখলেন। তিনি আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলে প্রার্থী হিসেবে মুনমুন সেনের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।

জল্পনা ছিল। রানিগঞ্জে পীর বাবার মাজারে চাদর চড়াতে গিয়েছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তখনই তাকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেন রানিগঞ্জের মানুষ। গতকাল সকালেও জিতেন্দ্র তিওয়ারি ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে আসেন। দুপুর যত গড়িয়েছে ততই আসানসোলে তৃণমূল প্রার্থী হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছিল। শেষে কর্ণেল দীপ্তাংশ চৌধুরি এবং জিতেন্দ্র তিওয়ারির নাম বারবার শোনা যাচ্ছিল। বাবুলকে টেক্কা দিতে পারেন শুধু জিতেন্দ্র, এই প্রচার আসানসোলে হামেশাই হয়। কারণ বাবুলের সঙ্গে সবচেয়ে বেশী দ্বন্দ্ব হয়েছে জিতেন্দ্র-র। কিন্তু ঠিক বিকেল পৌনে চারটা। আসানসোলের প্রার্থী হিসেবে মুনমুন সেনের নাম ঘোষণা করেন তৃণমূল নেত্রী।

অনেকেই বলছেন, BJP-কে আসনটি ওয়াকওভার দিয়ে দেওয়া হল। ব্যঙ্গ করতে ছাড়েননি সাংসদ বাবুল সুপ্রিয়ও। টুইট করেছেন তিনি। যদিও জিতেন্দ্র তিওয়ারি বলেন, ব্যক্তি জিতেন্দ্র তিওয়ারি কিছুই না। আসানসোলে যা কাজ করেছেন সেই কাজ করার সুযোগ তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তাঁর জায়গায় অন্য কেউ থাকলে তিনিও তাই করতেন। ভালো কাজের সুফল দল পাবে। আট থেকে আশি সব বয়সের মানুষের প্রিয় মুনমুন সেন। নিশ্চয় জয় আসবে।

ABOUT THE AUTHOR

...view details