রানিগঞ্জ, 24 মার্চ : "আসানসোল হল কলকাতার পরে সবচেয়ে বড় শহর। আপনারা সবাই এতবছর ধরে ট্যাক্স দিচ্ছেন। কিন্তু কোনও কাজ হয়নি। আমি অবাক হয়ে গেলাম, আসানসোলের রাস্তায় এত গর্ত! আমার কান্না পায় গাড়িটার কথা ভেবে। গাড়িটা আমার লক্ষ্মী। অনেক কাজ আছে ওর। আমাকে অনেক জায়গায় নিয়ে যেতে হবে।" রানিগঞ্জের অমৃতনগর খনি এলাকায় আজ ভোটের প্রচারে এসে একথা বললেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন।
রাস্তায় গর্ত, গাড়ির কথা ভেবে কান্না মুনমুনের !
আসানসোলের রাস্তায় এত গর্ত যে নিজের গাড়ির কথা ভেবে কান্না পায় তৃণমূল প্রার্থী মুনমুন সেনের। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের মধ্যে রাস্তার বেহাল অবস্থা ঠিক করে দেবেন।
সামনেই ভোট। তার আগে ভোটের ময়দানে প্রচারে আসানসোলের তারকা প্রার্থী মুনমুন সেন। আজ রানিগঞ্জের সভামঞ্চ থেকে আসানসোলের রাস্তার বেহাল দশার জন্য তিনি পরোক্ষভাবে বিদায়ি সাংসদ বাবুল সুপ্রিয়কেই দায়ি করেছেন। তাঁর বক্তব্য, আসানসোল এত বড় শহর হওয়া সত্ত্বেও রাস্তাঘাটের উন্নয়নের দিকে এত বছর কোনও নজর দেওয়া হয়নি। তবে রাস্তার দুরাবস্থার জন্য সাধারণ মানুষের নিত্য ভোগান্তির থেকেও তাঁর কাছে বড় হয়ে দাঁড়িয়েছে গাড়ির ভোগান্তি !
তিনি আরও বলেন, "গত পাঁচ বছরে বাঁকুড়ার জন্য অনেক কিছু করেছি। বাঁকুড়ার রাস্তাঘাট এখন আগের চেয়ে অনেক ভালো।" আজ রানিগঞ্জের সভা থেকে তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের মধ্যে রাস্তার বেহাল অবস্থা ঠিক করে দেবেন।