রানিগঞ্জ, 19 এপ্রিল : আসানসোলে এবারে তৃণমূলের প্রার্থী মুনমুন সেন । চতুর্থ দফায় নির্বাচন এই কেন্দ্রে । বাঁকুড়া থেকে আসন পরিবর্তন করে এবারে তাঁকে আনা হয়েছে BJP-র তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়র বিপরীতে । জোরকদমে চালাচ্ছেন ভোটের প্রচার । মায়ের ছবি সঙ্গে নিয়েও পোস্টারে তাঁর নামে প্রচার চলছে । তারই মাঝে আজ রানিগঞ্জে একটি কর্মীসভায় যান মুনমুন । সেখানে কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে । গ্রামবাসীরা প্রশ্ন করেন, "কেন গ্রামে জল নেই? জল আসবে কবে?" তারপরই তাঁরা ফের বলেন, "আমাদের জল চাই ।" পরিবর্তে অবশ্য জল দেওয়ার আশ্বাস দেন মুনমুন ।
গ্রামে জল কবে আসবে ? কর্মীসভায় প্রশ্নের মুখে মুনমুন - bjp
কর্মীসভার জন্য ট্যাঙ্কার আনা হয়েছিল। গ্রামবাসীদের জলের সমস্যার কথা শুনে সেই ট্যাঙ্কারের জল দেওয়া হয় গ্রামবাসীদের। যার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।
মুনমুন বলেন, "জলের কষ্ট সারা পৃথিবীতেই । রাতারাতি তো জল আসে না । সময় লাগবে । অনেক গ্রামে জল দিতে হবে । তোমাদের গ্রামেও জল আসবে ।" গ্রামের মহিলারা জানান , তাঁদের গ্রামে পানীয় জলের সমস্যা খুব । গরমে আরও বেশি সমস্যা হয় । বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের পুকুরের জলই ব্যবহার করতে হয় । এবার গরম পড়লে পুকুরের জলও অনেকটা শুকিয়ে যায় । তাই তখন আরও বেশি সমস্যা বেশি দেখা দেয় ।
জল না থাকায় প্রতিদিন রানিগঞ্জের একাধিক গ্রাম জলকষ্টে ভুগছে । শুধু রানিগঞ্জ নয় । গরমকালে জলের সমস্যা পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই । কিছুদিন আগে একইভাবে বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়কেও প্রশ্নের মুখে পড়তে হয় । আজও সেভাবে প্রার্থীকে হাতের কাছে পেয়ে অভাব অভিযোগ করে গ্রামবাসীরা । তবে আশ্বাসের পাশাপাশি আজ খানিকটা জলও মেলে । মুনমুনের কর্মীসভায় যে ট্যাঙ্কার আনা হয়েছিল কর্মীসভা শেষে সেই ট্যাঙ্কারের জলই গ্রামবাসীদের দিয়ে দেওয়া হয় । যার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় এলাকায় ।