আসানসোল, 14 সেপ্টেম্বর:পরিত্যক্ত খনির চানকে নিজের 4 বছরের সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মা (Mother and son Died By Suicide) । এই ঘটনায় মা ও সন্তান দুজনেরই মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । মৃতদের নাম সুমন ঠাকুর (25), সুমিত ঠাকুর (4) । কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত বামনডিহা এলাকার ঘটনাটি ঘটে ।
জানা গিয়েছে, কিছুদিন আগেই বামনডিহাতে বাপের বাড়িতে সন্তানকে নিয়ে এসেছিলেন সুমন । বর্ধমানের বুদবুদে পাঁচ বছর আগে বিয়ে হয় তাঁর । সুমনের একটি চারবছরের ছেলে ছিল । তাঁকে সঙ্গে নিয়েই এদিন আত্মঘাতী হন তিনি ৷ অনুমান করা হচ্ছে, পারিবারিক বিবাদের জেরেই এই মর্মান্তিক পথ বেছে নিয়েছেন সুমন ।
বর্তমানে সুমনের স্বামী অসুস্থ । তিনি চিকিৎসা করতে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন বলে খবর । বুধবার সকালে ফোনে স্বামীর সঙ্গে সুমনের সামান্য কথা কাটাকাটি হয়েছিল বলে সূত্র থেকে জানা গিয়েছে । তারপরে নিজের সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তিনি ।
পরিত্যক্ত চানকে সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা প্রথমে ভাবা হয়েছিল স্থানীয় কোথাও হয়তো বেড়াতে গিয়েছে । কিন্তু বহুক্ষণ তাঁর খোঁজ না পাওয়া যাওয়ায় বাড়ির লোক খোঁজাখুঁজি করতে শুরু করে । সেই সময় তারা দেখতে পায় পরিত্যক্ত একটি খনি চানকের সামনে সুমনের চটি খুলে রাখা আছে । সন্দেহ হয় এলাকাবাসীদের । তারাই প্রথমে ওই পরিত্যক্ত চানকের মধ্যে নেমে খোঁজাখুঁজি করার চেষ্টা করে । আর তখনই বেরিয়ে আসে সুমনের ছেলে সুমিতের নিথর দেহ ।
আরও পড়ুন:কয়লাকাণ্ডে 15 জনের নামে জারি গ্রেফতারি পরোয়ানা
তাঁকে আসানসোল (Asansol) জেলা হাসপাতালে পাঠানো হয় । ততক্ষণে খবর গিয়েছে পুলিশে । পুলিশ দমকলে খবর দেয় । এরপর দমকলের উদ্ধারকারী দল আসে এবং তারা দীর্ঘক্ষণ চেষ্টার পর সুমন ঠাকুরের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় । এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । ঘটনার খবর পেয়ে এলাকায় যান আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ ইন্দ্রাণী মিশ্র । তিনি বলেন "কেন এই ঘটনা ঘটল তার স্পষ্ট কারণ জানি না । কিন্তু এই ঘটনা মর্মান্তিক । আমরা পরিবারটির পাশে আছি ।"