আসানসোল, 15 ডিসেম্বর : ঝাড়খণ্ডের দুমকায় নির্বাচনী প্রচারে যাওয়ার পথে আজ অণ্ডাল বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অণ্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ৷ পাশাপাশি স্বাগত জানাতে উপস্থিত ছিল রাজ্য BJP-র প্রতিনিধি দলও ৷
CAA নিয়ে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন এলাকা ৷ এরই মাঝে ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে আজ অণ্ডাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্য সরকারে তরফে তাঁকে স্বাগত জানান মলয় ঘটক ৷ রাজ্য BJP-র প্রতিনিধি হিসেবে ছিলেন বিশ্বপ্রিয় রায়চৌধুরি ৷ বিশ্বপ্রিয়বাবু প্রধানমন্ত্রীর সঙ্গে দেড় মিনিট কথা বলেন ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী দেড় মিনিট সময় দিয়েছিলেন ৷ যা বলার কানে কানে বলেছি ৷" প্রধানমন্ত্রীর আপ্ত সহায়ককে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন বলে জানান ৷ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রাজ্যের মন্ত্রীর কাছে জানতে চান, কী হচ্ছে ৷ তবে মন্ত্রী কিছু বলেননি ৷ শুধু মাথা নাড়েন ৷