পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যের মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জানতে চান কী হচ্ছে : BJP নেতা - CAA in west bengal

ঝাড়খণ্ডের দুমকায় নির্বাচনী প্রচারে যাওয়ার পথে আজ অণ্ডাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অণ্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ৷ NRC ও CAA-কে ঘিরে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে কথা হয়ে থাকতে পারে মলয় ঘটকের ৷ এমনই অনুমান করছেন BJP-র প্রতিনিধি দলের সদস্য বিশ্বপ্রিয় রায়চৌধুরি ৷

CAA
বিশ্বপ্রিয় রায়চৌধুরী

By

Published : Dec 15, 2019, 11:57 PM IST

Updated : Dec 16, 2019, 7:08 AM IST

আসানসোল, 15 ডিসেম্বর : ঝাড়খণ্ডের দুমকায় নির্বাচনী প্রচারে যাওয়ার পথে আজ অণ্ডাল বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অণ্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ৷ পাশাপাশি স্বাগত জানাতে উপস্থিত ছিল রাজ্য BJP-র প্রতিনিধি দলও ৷

CAA নিয়ে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন এলাকা ৷ এরই মাঝে ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে আজ অণ্ডাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্য সরকারে তরফে তাঁকে স্বাগত জানান মলয় ঘটক ৷ রাজ্য BJP-র প্রতিনিধি হিসেবে ছিলেন বিশ্বপ্রিয় রায়চৌধুরি ৷ বিশ্বপ্রিয়বাবু প্রধানমন্ত্রীর সঙ্গে দেড় মিনিট কথা বলেন ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী দেড় মিনিট সময় দিয়েছিলেন ৷ যা বলার কানে কানে বলেছি ৷" প্রধানমন্ত্রীর আপ্ত সহায়ককে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন বলে জানান ৷ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রাজ্যের মন্ত্রীর কাছে জানতে চান, কী হচ্ছে ৷ তবে মন্ত্রী কিছু বলেননি ৷ শুধু মাথা নাড়েন ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন বিশ্বপ্রিয় রায়চৌধুরি

BJP-র প্রতিনিধি দলের সদস্য বিশ্বপ্রিয়বাবু বলেন, "প্রধানমন্ত্রী রাজ্যজুড়ে তাণ্ডবের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই রাজ্যের কাছে প্রশ্ন করবেন সার্বিক পরিস্থিতি নিয়ে ৷ "

আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দক্ষিণ 24 পরগনা জুড়ে বিক্ষোভ

তিনি আরও বলেন, "বহিরাগতদের নিয়ে এসে রাজ্যে তাণ্ডব করছে রাজ্য সরকার ৷ গতকাল তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ঘোষণা করে দিলেন যে সব বন্ধ হয়ে যাবে ৷ আজ সমস্ত সংবাদমাধ্যম তা প্রচার করছে ৷ অদ্ভুত ব্যাপার হল, যে সমস্ত জায়গায় এইরকম তাণ্ডব চলছে সেই সব জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে ৷ এটা সংবাদ মাধ্যমের উপর আঘাত ৷ সাধারণ মানুষের উপর আঘাত আসছে, সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, তবুও তাদের গ্রেপ্তার করা চলবে না ৷ কারণ তারা পোষ্য পুত্র ৷ গণতন্ত্র বাংলায় একেবারে শেষ করে দিয়েছে (রাজ্য সরকার) ৷ এর জবাব বাংলার মানুষ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ৷"

Last Updated : Dec 16, 2019, 7:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details