পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোলে তৃণমূল কাউন্সিলর খুনে অভিযুক্ত যুব নেতা, বহিষ্কারের নির্দেশ বিধায়কের - TMC Councillor murder

দলীয় কাউন্সিলরকে খুনের ঘটনায় অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে বহিষ্কারের নির্দেশ দিলেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ৷

উজ্জ্বল চট্টোপাধ্যায়

By

Published : Aug 25, 2019, 1:16 PM IST

Updated : Aug 25, 2019, 1:28 PM IST

কুলটি, 25 অগাস্ট : দলীয় কাউন্সিলরকে খুনের ঘটনায় অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে বহিষ্কারের নির্দেশ দিলেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ৷ পুলিশকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিলেন বিধায়ক ৷

গতরাতে বরাকরের মনবেড়িয়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে মারা যান আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ খালিদ খান (40) ৷ কাউন্সিলরকে খুনের প্রতিবাদে বরাকর বেগুনিয়া মোড় অবরুদ্ধ করেন স্থানীয়রা ৷ খবর পেয়ে সেখানে যান কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন কুলটি ব্লকের সভাপতি মহেশ্বর মুখোপাধ্যায়, কাউন্সিলর পাপ্পু সিং ৷ তিনি বলেন, "কাউন্সিলরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ৷ যারা এই ঘটনায় জড়িত, ওই ঘটনায় যাদের প্রশ্রয় রয়েছে, তাদের পুলিশ গ্রেপ্তার করুক ৷ এলাকাবাসী এটাই চান ৷ আমাদের দলের যুব তৃণমূলের দায়িত্বে থাকা নেতাকে জানিয়েছি, অভিযুক্তকে এখনি দল থেকে বের করা হোক ৷ পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছি ৷"

শুনুন তৃণমূল বিধায়কের বক্তব্য

আরও পড়ুন: আসানসোলে খুন তৃণমূল কাউন্সিলর, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পুরোনো শত্রুতা তদন্তে পুলিশ

মৃত কাউন্সিলরের ভাই মহম্মদ আরমান ঘটনার পর তিনজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ৷ তারা হল, শেখ টিঙ্কু, শেখ কাদির ও শেখ শাহিদ ৷ জানা গেছে, শেখ কাদির তৃণমূল যুব কংগ্রেসের সক্রিয় সদস্য ৷ কুলটি অঞ্চলে যুব তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত তিনজন গা ঢাকা দিয়েছে ৷

আরও পড়ুন: কাউন্সিলর খুনের প্রতিবাদ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

এদিকে কাউন্সিলরকে খুনের প্রতিবাদে সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী ৷ প্রায় চার ঘণ্টা ধরে অবরোধ চলার পরে পুলিশি আশ্বাসে বেলা 12টা নাগাদ অবরোধ তুলে নেন এলাকাবাসী ৷

Last Updated : Aug 25, 2019, 1:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details