পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টাকা রইল ক্যাশবাক্সেই,বন্দুক দেখিয়ে মদ লুট দোকানে - বন্দুক দেখিয়ে মদ লুট দোকানে

বন্ধুক দেখিয়ে মদ লুট ৷ ক্যাশ বাক্সে রাখা টাকা ছুঁয়েও দেখেনি দুষ্কৃতীরা ৷ ঘটনাটি আসানসোল দক্ষিণ থানার মহিশিলা এলাকার।

loot wine
বন্দুক দেখিয়ে মদ লুট দোকানে

By

Published : Jun 20, 2020, 6:52 AM IST

আসানসোল, 19 জুন : মদের দোকানে পিস্তল দেখিয়ে মদ লুট ! টাকা নয় ৷ টাকা পড়ে রইল ক্যাশবাক্সে ৷ মদ লুট করে পালাল একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার মহিশিলা এলাকায়। তদন্তে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

টাকা পয়সা নয় ৷ বরং বন্দুক দেখিয়ে মদ লুট করার অভিযোগ উঠল আসানসোল দক্ষিণ থানার মহিশিলা অঞ্চলে। গতরাতে একটি দেশি ও বিদেশি মদের দোকানে একদল দুষ্কৃতী হানা দেয়। মদের দোকানের পাহারাদারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গোডাউনের চাবি দিতে বাধ্য করে। এরপর গোডাউন খুলে দেশি এবং বিদেশি মদের বোতল নিয়ে দুষ্কৃতীরা পালায়। তবে পালাবার আগে ওই মদের দোকানের যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে একটি রুমের মধ্যে বন্দি করে দিয়ে বাইরে থেকে লক করে দেয় দুষ্কৃতীরা ।

মদের দোকানের কর্মী মনবোধ মণ্ডল বলেন ''এর আগেও আরও একবার এরকম ভাবেই মদ লুটপাট করার ঘটনা ঘটেছিল। গত রাতের খাবার খাওয়ার সময় একদল দুষ্কৃতী ঢুকে পড়ে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র ছিল। তারা আমাদের বন্দুক দেখিয়ে চাবি দিতে বাধ্য করে। এরপর আমাদেরকে একটি রুমের মধ্যে বন্দি করে দেয়। সকালে আমাদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। বেলা বাড়তেই ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ ঘটনার খবর পেয়ে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ABOUT THE AUTHOR

...view details