বিধানসভা ভোটে শিক্ষকদের ভূমিকা কী ? বৈঠকে মন্ত্রী মলয় ঘটক - অভিজিৎ ঘটক
তৃণমূলের শিক্ষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আজ আসানসোল উত্তর বিধানসভার কল্যাণপুরে একটি প্রেক্ষাগৃহে বৈঠক হয় ৷
মন্ত্রী মলয় ঘটক
আসানসোল, 22 অগাস্ট : পাখির চোখ বিধানসভা ভোট। আর 2021- এর বিধানসভা ভোটের আগেই সাংগঠনিক স্তরে দলকে শক্তিশালী করতে নেমে পড়েছে তৃণমূল। এবার তৃণমূলের শিক্ষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আজ আসানসোল উত্তর বিধানসভার কল্যাণপুরে একটি প্রেক্ষাগৃহে তৃণমূল শিক্ষা সেলের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, কাউন্সিলর অনিমেষ দাস সহ অন্যান্য তৃণমূল নেতারা।