পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিধানসভা ভোটে শিক্ষকদের ভূমিকা কী ? বৈঠকে মন্ত্রী মলয় ঘটক

তৃণমূলের শিক্ষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আজ আসানসোল উত্তর বিধানসভার কল্যাণপুরে একটি প্রেক্ষাগৃহে বৈঠক হয় ৷

malay ghatak
মন্ত্রী মলয় ঘটক

By

Published : Aug 23, 2020, 7:53 AM IST

আসানসোল, 22 অগাস্ট : পাখির চোখ বিধানসভা ভোট। আর 2021- এর বিধানসভা ভোটের আগেই সাংগঠনিক স্তরে দলকে শক্তিশালী করতে নেমে পড়েছে তৃণমূল। এবার তৃণমূলের শিক্ষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আজ আসানসোল উত্তর বিধানসভার কল্যাণপুরে একটি প্রেক্ষাগৃহে তৃণমূল শিক্ষা সেলের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, কাউন্সিলর অনিমেষ দাস সহ অন্যান্য তৃণমূল নেতারা।

অভিজিৎ ঘটক
সরকারের কাজগুলোকে প্রচারের অস্ত্র করতে চাইছে তৃণমূল শিক্ষক সংগঠন ৷ আজ কল্যাণপুরের একটি প্রেক্ষাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী মলয় ঘটক এই বৈঠকে শিক্ষকদের আগামী বিধানসভা ভোটে কী ভূমিকা হতে চলেছে তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষকদের তিনি অনুরোধ করেন সরকারের যে সমস্ত উন্নয়নমুখী কাজকর্মগুলো রয়েছে, সাফল্যের খতিয়ান রয়েছে সেগুলি শিক্ষকরা যদি জনসমক্ষে তুলে ধরেন। তাহলে তাতে ভালো সাড়া পড়বে।আজকের বৈঠক সম্পর্কে কিছু বলতে চাননি মলয় ঘটক। তবে তার ভাই ও মেয়র পারিষদ অভিজিৎ ঘটক সাংবাদিকদের জানান "2021- এর বিধানসভা ভোটে শিক্ষকদের ভূমিকা কী হবে তা নিয়ে এদিন মন্ত্রী শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন। শিক্ষকরা কিভাবে দলের ভাবমূর্তি উন্নয়নে কাজ করবে সেই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। "

ABOUT THE AUTHOR

...view details