বর্ধমান, 13 সেপ্টেম্বর:আসানসোল থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি (Minister Becharam Manna convoy meets with accident in Asansol) । অল্পের জন্য রক্ষা পেলেন কৃষি প্রতিমন্ত্রী ৷ আহত অবস্থায় তাঁকে সিঙ্গুরে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ ঘটনার জেরে বর্ধমানের কাছে জৌগ্রাম এলাকার ব্যাপক উত্তেজনা ছড়ায় ।
জানা গিয়েছে, মন্ত্রী বেচারাম মান্নার পাইলট গাড়ির আগে অন্য একটি গাড়ি চলে আসে ৷ ফলে হঠাৎ করে ব্রেক কষতে হয় পাইলট গাড়িটিকে । যার কারণে মন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাইলট গাড়ির পিছনে । বর্ধমানের জৌগ্রাম ফ্লাইওভারে পথ দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনায় আহত হন মন্ত্রী ও চালক-সহ চারজন ।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে । তিনটি গাড়ি ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় । আহতদের সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এদিন আসানসোলে এসেছিলে মন্ত্রী বেচারাম মান্না । তিনি কল্যাণেশ্বরী মন্দিরে পুজোও দিয়েছিলেন । তারপর সুফল বাংলার দুটি বিপণন কেন্দ্র বা স্থলের উদ্বোধন করেন বেচারাম । তাঁর সব কর্মসূচি শেষ করে তিনি কলকাতা ফেরার পথে জৌগ্রামের কাছে দুর্ঘটনার মুখে পড়েন ।