আসানসোল, 17 সেপ্টেম্বর : বার্নপুর আজাদগড়ে মা এবং মেজো ভাইকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে আনোয়ার আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ গতকালই সে আসানসোলের হীরাপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিল ৷ এবার খুন করার কারণও জানাল অভিযুক্ত ৷ আনোয়ারের দাবি, মা ও ভাইকে এক লাখ টাকা ধার দিয়েছিল সে ৷ কিন্তু, সেই টাকা বারবার ফেরত চেয়ে পাচ্ছিল না ৷ তাই মা ও ভাইকে খুনের পরিকল্পনা করে আনোয়ার ৷ অভিযোগ, গতকাল দুপুরে ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে প্রথমে মেজো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে সে ৷ তার পর মাকে বাথরুমে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে জলের বালতিতে ডুবিয়ে মেরে ফেলে অভিযুক্ত ৷
পুলিশ সূত্রে খবর, বার্নপুরের হীরাপুর থানা এলাকায় ছোট ছেলের সঙ্গে থাকতেন আখতারি বেগম ৷ তাঁর বড় ছেলে আনোয়ার আলম এবং মেজো ছেলে মহম্মদ আফতাব আলম নিজেদের আলাদা বাড়িতে থাকতেন ৷ গতকাল মা ও মেজো ভাইকে খুন করে আনোয়ার আলম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল ৷ পুলিশকে সে জানিয়েছে, খুনের বেশ কয়েকদিন আগে থেকে ছোট ভাইয়ের বাড়িতে নজর রাখছিল আনোয়ার ৷ মূলত কোন সময়ে ছোট ভাই বাড়িতে থাকে না, সেটা জানাই তার উদ্দেশ্য ছিল ৷ এর পর গতকাল দুপুরে একটি কাগজে সই করানোর নাম করে মেজো ভাই আফতাবকে মায়ের কাছে ডেকে পাঠায় আনোয়ার ৷