আসানসোল, 29 সেপ্টেম্বর : নাবালিকাকে ধর্ষণে দোষীসাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আসানসোল আদালত ৷ আজ এই রায়দানকে ঘিরে আসানসোল আদালত চত্বরে ভিড় ছিল চোখ পড়ার মতো ৷ দু’বছর ধরে চলা এই মামলায় দোষী কিরণ হাজরাকে 2018 সালে আসানসোল উত্তর থানার পুলিশ গ্রেফতার করেছিল ৷
প্রসঙ্গত, 2018 সালের ডিসেম্বর মাসে কিরণ হাজরা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশী এক নাবালিকাকে চকলেট ও টাকার প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে ৷ বিষয়টি জানাজানি হতে, ওই নাবালিকার পরিবার পুলিশের দ্বারস্থ হয় ৷ অভিযোগের ভিত্তিতে আসানসোল উত্তর থানার পুলিশ অভিযুক্ত কিরণকে গ্রেফতার করে ৷ এর পর পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর পুলিশ আসানসোল আদালতে চার্জশিট পেশ করে ৷ তার পর দীর্ঘ 2 বছর ধরে মামলার শুনানি চলে ৷ মাঝে করোনার কারণে বেশ কয়েক মাস শুনানি বন্ধও ছিল ৷