পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Life Imprisonment : আসানসোলে নাবালিকাকে ধর্ষণে দোষীসাব্যস্তের যাবজ্জীবন কারাদণ্ড - ডিস্ট্রিক লিগাল সার্ভিস অথরিটি

নাবালিকাকে ধর্ষণে দোষীসাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন আসানসোল আদালতের বিচারক ৷ 2018 সালের ঘটনায় আসানসোল উত্তর থানার পুলিশ কিরণ হাজরা নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে ৷

A man convicted for rape a minor has been sentenced to life time imprisonment by Asansol Court
আসানসোলে নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

By

Published : Sep 29, 2021, 6:58 PM IST

আসানসোল, 29 সেপ্টেম্বর : নাবালিকাকে ধর্ষণে দোষীসাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আসানসোল আদালত ৷ আজ এই রায়দানকে ঘিরে আসানসোল আদালত চত্বরে ভিড় ছিল চোখ পড়ার মতো ৷ দু’বছর ধরে চলা এই মামলায় দোষী কিরণ হাজরাকে 2018 সালে আসানসোল উত্তর থানার পুলিশ গ্রেফতার করেছিল ৷

প্রসঙ্গত, 2018 সালের ডিসেম্বর মাসে কিরণ হাজরা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশী এক নাবালিকাকে চকলেট ও টাকার প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে ৷ বিষয়টি জানাজানি হতে, ওই নাবালিকার পরিবার পুলিশের দ্বারস্থ হয় ৷ অভিযোগের ভিত্তিতে আসানসোল উত্তর থানার পুলিশ অভিযুক্ত কিরণকে গ্রেফতার করে ৷ এর পর পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর পুলিশ আসানসোল আদালতে চার্জশিট পেশ করে ৷ তার পর দীর্ঘ 2 বছর ধরে মামলার শুনানি চলে ৷ মাঝে করোনার কারণে বেশ কয়েক মাস শুনানি বন্ধও ছিল ৷

আরও পড়ুন :Rape-Murder : শিলিগুড়িতে দুই প্রেমিকাকে ধর্ষণের পর খুন করে দেহ লোপাট, গ্রেফতার অভিযুক্ত

বুধবার আসানসোল আদালতের বিচারক অভিযুক্ত কিরণ হাজরাকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান ৷ সরকার পক্ষের আইনজীবী তাপস উকিল জানিয়েছেন, নির্যাতিতা নাবালিকা এবং তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের আবেদন জানানো হয়েছিল আদালতে ৷ বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন ৷ নির্যাতিতা নাবালিকা এবং তার পরিবারকে 3 লাখ টাকার আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে আদালত ৷ আইনজীবী জানিয়েছেন, ডিস্ট্রিক লিগাল সার্ভিস অথরিটি এই টাকা দেবে নির্যাতিতা নাবালিকাকে ৷

আরও পড়ুন : Malda Rape: মূক-বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details