জামুড়িয়া, 24 জুলাই:জামুড়িয়ার 60 নম্বর জাতীয় সড়কের ডাম্পার ও বাইকের সংঘর্ষে মৃ্ত্যু হল এক বাইক আরোহীর (Man died in a Road Accident in Jamuria) ৷ শনিবার বিকেল নাগাদ এই পথ দুর্ঘটনায় মৃতের নাম সৌরভ ঘোষ (26) ৷ স্থানীয় ডোবরান গ্রামের বাসিন্দা ৷ দুর্ঘটনার পরেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷
স্থানীয় সূত্রে খবর, "শনিবার বিকেল নাগাদ জামুড়িয়ার একটি বেসরকারি কারখানা থেকে ডিউটি শেষ করে 60 নম্বর জাতীয় সড়ক দিয়ে দুই যুবক বাইকে বাড়ি ফিরছিলেন । সেইসময় হঠাৎ দ্রুত গতিতে আসা একটি ডাম্পার ধাক্কা মারে বাইকটিকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় 1 যুবকের । গুরুতর আহত হয় আরেকজন যুবক হাসপাতালে চিকিৎসাধীন ।