পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Crime : কুলটিতে নাতনির জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি, ভাইরাল ভিডিয়ো

জন্মদিনের পার্টিতে শূন্যে চলল গুলি ৷ ভাইরাল হল ভিডিয়ো ৷ আসানসোলের কুলটির এই ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে ৷ আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

Asansol open fire
Asansol open fire

By

Published : Nov 18, 2021, 8:14 AM IST

Updated : Nov 18, 2021, 9:32 AM IST

আসানসোল, 18 নভেম্বর : মানুষের কত রকমের শখ থাকতে পারে । নাতনির জন্মদিন উদযাপন করতে প্রকাশ্যে শূন্যে গুলি চালালেন দাদু । উত্তরপ্রদেশ বা বিহার নয়, ঘটনাটি ঘটেছে খোদ পশ্চিমবঙ্গের আসানসোলে ৷ কুলটি থানার বরাকরে বার্থডে পার্টিতে শূন্যে চার রাউণ্ড গুলি চালিয়ে সেলিব্রেট করা হয় বিশেষ দিন । সেটার ভিডিয়োও তোলা হয় । তা পরে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়োই । ঘটনার জেরে মনোজ যাদব ও ধর্মেন্দ্র যাদব নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কুলটি থানার পুলিশ ।

কুলটির বরাকরের গোয়ালাপাড়ায় মনোজ যাদবের বাড়িতে জন্মদিনের পার্টি ছিল । তাঁর নাতনির জন্মদিন ছিল । সেখানেই উপস্থিত হন মনোজের বন্ধু ধর্মেন্দ্রে । ধর্মেন্দ্রর সঙ্গে তার লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটি ছিল । অভিযোগ, তাঁর বন্দুক নিয়ে শূন্যে চার রাউন্ড গুলি চালায় মনোজ যাদব । গুলি চালানোর সময় কেউ ভিডিয়ো করেন । পরে তা ছড়িয়ে যায় হোয়াটসঅ্যাপ-সহ সোশ্যাল মিডিয়ায় । ঘটনার পরে তৎপর হয় কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ ।

16 সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে বার্থডে পার্টিতে জোরে গান বাজছে সাউণ্ড বক্সে । পাশাপাশি দাঁড়িয়ে ধর্মেন্দ ও মনোজ । ধর্মেন্দ্রর বামদিকে দাঁড়িয়ে থাকা মনোজ রিভলভার নিয়ে শূন্যে গুলি চালাচ্ছে । ঘটনাটি কুলটি পুলিশের নজরে আসতেই মনোজ যাদব ও ধর্মেন্দ্র যাদবকে গ্রেফতার করে ।

কুলটিতে জন্মদিনের পার্টিতে প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ

ধর্মেন্দ্র যাদব পরিবহণ ব্যবসায়ী । একসময় কয়লার ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন । তাঁরই লাইসেন্স প্রাপ্ত রিভলভারটি নিয়ে মনোজ এই গুলি চালিয়ে নাতনির বার্থ-ডে সেলিব্রেশন করেন । অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করে কুলটি থানার পুলিশ । তাদের আসানসোল কোর্টে তোলা হলে 7 দিনের জেল হেফাজতে পাঠান বিচারক ।

আরও পড়ুন : Fake Jawan : চাকরি পাইয়ে দেওয়ার টোপ, পানাগড়ে ধৃত ভুয়ো জওয়ান

Last Updated : Nov 18, 2021, 9:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details