আসানসোল, 29 জুলাই : একদিকে শারিরীক অসুস্থতা, অন্যদিকে অনাহার । এমনই অবস্থায় বাড়ির মধ্যে পড়েছিলেন ব্যক্তি ও তাঁর বৃদ্ধ বাবা । ওঠার ক্ষমতা পর্যন্ত ছিল না । শেষ চারদিন ধরে নাকি এভাবেই পড়েছিলেন তাঁরা । প্রতিবেশীরা জানতে পেরে পুলিশে খবর দেয় । শেষে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করানোর ব্যবস্থা করে । আসানসোল আপকার গার্ডেন এলাকার ঘটনা ।
সঞ্জীব ভট্টাচার্য । বয়স 45 । বাবা দেবরঞ্জন ভট্টাচার্য । বয়স 80 । মাসকয়েক আগেই স্ত্রীকে হারিয়েছেন দেবরঞ্জনবাবু । আগে এক বেসরকারি সংস্থায় কাজ করলেও এখন বার্ধক্যজনিত রোগে আর কিছু করতে পারেন না । ছেলে সঞ্জীব মানসিক ভারসাম্যহীন । এদিকে জমানো টাকায় প্রায় শেষের দিকে । সম্বল বলতে এখন শুধু একটি ফিক্সড ডিপোজ়িট । সেটাও ভাঙানোর প্রক্রিয়া চলছে ।