আসানসোল, 4 সেপ্টেম্বর: ওরা অবলা ৷ সামাজের অংশ হয়েও পথ সারমেয়দের সমাজের এনেক মানুষই মেনে নেন না ৷ রাস্তা নোংরা করলেও এই সকল অবুঝ প্রাণীদের উপর গিয়ে অনায়াসেই কোপ পড়ে তথকথিক ‘শুভ’ বুদ্ধির মানুষদের ৷ তাই তো এই অবলাদের উপর আক্রমণ করে বসেন ‘সবক’ শেখাতে ৷ যেমনটা ঘটছে পশ্চিম বর্ধমানের আসানসোলের একটি আবাসনে ৷
সম্প্রতি এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি বহুতল আবাসনের নিচে বেশ কয়েকটি পথ-সারমেয় আশ্রয় নিয়েছে। এই সারমেয়দের নিয়ে আবাসনের দু-এক জন আবাসিক ছাড়া সকলেই খুশি মনে মেনে নিয়েছেন ৷ সকলেই সারমেয়দের নিয়ম করে খেতে দেন ৷ বেশ কিছু আবাসিকের অভিযোগ, ওই সকল সারমেয় উপর কখন গরম জল ছোঁড়া, কখনও লাঠি দিয়ে পেটানো, ইঁট ছোঁড়া এই ধরনের অত্য়াচার করেন আবাসনের দু-একজন বাসিন্দা ৷ এলাকার দাপুটে ব্যবসায়ী সোমনাথবাবু একাধিকবার প্রতিবাদ করলেও কোনও সুরাহা হয়নি ৷ তবে এবার যেন মাত্রা ছাড়িয়ে গিয়েছে । ওই আবাসনেরই এক প্রবীণ আবাসিক বন্দুক নিয়ে সারমেয়গুলিকে মারার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে (Man Accused in try to shoot several stray dogs)। সিসিটিভি-র সেই ফুটেজ সামনে এসেছে। যদিও ওই প্রবীণ ব্যক্তিকে চিহ্নিত করে তাকে শাস্তি দেওয়ার কথা এখনই ভাবছেন না আবাসিকরা।