পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Asansol Dog Gun Shoot: পথ সারমেয়কে হত্যার চেষ্টা, উত্তেজনা আসানসোলে - Campaign for stray dog

বন্দুক দিয়ে পথ সারমেয়কে হত্যার চেষ্টা (Man Accused in try to shoot several stray dogs) ৷ প্রতিবাদে সরব এলাকাবাসী ৷ আসানসোলের (Asansol) এক আবাসনের সিসিটিভি ফুটেজে এই চিত্র ধরা পড়েছে ৷ ইতিমধ্যেই সচেতনতা শুরু করেছেন আসানসোলের এক পশু প্রেমী সংগঠন ৷

Durgapur Dog Gun Shoot
পথ সারমেয়কে হত্যার চেষ্টা

By

Published : Sep 4, 2022, 11:04 PM IST

Updated : Sep 5, 2022, 12:32 PM IST

আসানসোল, 4 সেপ্টেম্বর: ওরা অবলা ৷ সামাজের অংশ হয়েও পথ সারমেয়দের সমাজের এনেক মানুষই মেনে নেন না ৷ রাস্তা নোংরা করলেও এই সকল অবুঝ প্রাণীদের উপর গিয়ে অনায়াসেই কোপ পড়ে তথকথিক ‘শুভ’ বুদ্ধির মানুষদের ৷ তাই তো এই অবলাদের উপর আক্রমণ করে বসেন ‘সবক’ শেখাতে ৷ যেমনটা ঘটছে পশ্চিম বর্ধমানের আসানসোলের একটি আবাসনে ৷

সম্প্রতি এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি বহুতল আবাসনের নিচে বেশ কয়েকটি পথ-সারমেয় আশ্রয় নিয়েছে। এই সারমেয়দের নিয়ে আবাসনের দু-এক জন আবাসিক ছাড়া সকলেই খুশি মনে মেনে নিয়েছেন ৷ সকলেই সারমেয়দের নিয়ম করে খেতে দেন ৷ বেশ কিছু আবাসিকের অভিযোগ, ওই সকল সারমেয় উপর কখন গরম জল ছোঁড়া, কখনও লাঠি দিয়ে পেটানো, ইঁট ছোঁড়া এই ধরনের অত্য়াচার করেন আবাসনের দু-একজন বাসিন্দা ৷ এলাকার দাপুটে ব্যবসায়ী সোমনাথবাবু একাধিকবার প্রতিবাদ করলেও কোনও সুরাহা হয়নি ৷ তবে এবার যেন মাত্রা ছাড়িয়ে গিয়েছে । ওই আবাসনেরই এক প্রবীণ আবাসিক বন্দুক নিয়ে সারমেয়গুলিকে মারার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে (Man Accused in try to shoot several stray dogs)। সিসিটিভি-র সেই ফুটেজ সামনে এসেছে। যদিও ওই প্রবীণ ব্যক্তিকে চিহ্নিত করে তাকে শাস্তি দেওয়ার কথা এখনই ভাবছেন না আবাসিকরা।

পথ সারমেয়কে হত্যার চেষ্টা

আরও পড়ুন: কুকুরছানা মারতে 'সুপারি', 5টি সারমেয়কে নৃশংসভাবে হত্যা দুর্গাপুরে

সারমেয়দের হয়ে লড়াইয়ে নামেন আবাসনের বাসিন্দারাই ৷ আবাসিক ও ব্যবসায়ী সোমনাথ বিসওয়াল আসানসোলের একটি পশুপ্রেমী সংগঠনকে সমস্ত বিষয়টি জানান ৷ বিষয়টি দেখতে রবিবার পশুপ্রেমী সংগঠনটি ওই আবাসনে যান ৷ তারা আবাসনের সমস্ত নাগরিকদের ডেকে একটি সেমিনারের মাধ্যমে সচেতন করেন। সেইসময়েই সেমিনার ঘিরেই একদল আবাসিক অশান্তি শুরু করে। অন্যদিকে পশুপ্রেমী সংগঠনের সদস্য মহুয়া ঘোষ বলেন, "আমরা আবাসনের প্রত্যেকটি আবাসিককে জানিয়ে গেলাম, পথ-সারমেয়দের উপর অত্যাচার করলে আইনগতভাবে কি সমস্যা তাদের হতে পারে। তারা যদি এরপরেও এটা বন্ধ না করেন তাহলে আগামী দিনে আমরা আইনগতভাবেই তাদের বিরুদ্ধে অভিযোগ আনব।’’

Last Updated : Sep 5, 2022, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details