পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"ইন্ডাস্ট্রি বন্ধ হোক চাই না, ব্যবস্থা নাও", মলয়কে ধমক মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

সমস্যা যাই থাক ৷ ইন্ডাস্ট্রি বন্ধ হবে এটা আমি চাই না ৷ যারা করবে তাঁদের প্রতি আমার কোনও সমর্থন নেই ৷ DM, মলয় ঘটক ও কমিশনার মিলে তিন দিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে ৷ দুর্গাপুরে প্রশাসনিক সভা থেকে নির্দেশ মমতার ৷

Durgapur meet
Durgapur meet

By

Published : Feb 13, 2020, 11:25 PM IST

আসানসোল, দুর্গাপুর, 13 ফেব্রুয়ারি : বেসরকারি গ্যাস কারখানা গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেডে (GEECL) কর্মীদের আন্দোলন নিয়ে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ের । আগামী তিন দিনের মধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে নির্দেশ দেন তিনি । মুখ্যমন্ত্রী বলেন, "তিনদিনের মধ্যে সমাধান চাই, তিনদিন মানে তিনদিনই ৷"

জানা গেছে GEECL-এ মোট 29 জন কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে কাজ থেকে । এছাড়াও 26 দিনের বদলে 20 দিনের বেতন দেবে বলে জানিয়েছিল সংস্থা । আন্দোলন শুরু হয় সেই নিয়েই । শেষ পর্যন্ত আন্দোলনে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক মধ্যস্থতা করেন । কর্মীদের পুনরায় নিয়োগ করা এবং নুন্যতম 24 দিন কর্ম দিবসের বেতন দেওয়া হবে বলে ঠিক হয়েছিল বলে দাবি তৃণমূল নেতৃত্বের। কিন্তু তারপরেও কোম্পানী নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেনি । প্রশাসনিক সমস্ত স্তরে জানিয়েও লাভ হয়নি । এরপর থেকে বারবার আন্দোলন চালিয়ে আসছে কাজ হারানো শ্রমিকরা ।

দুর্গাপুরের সভায় মলয়কে ধমক মমতার

আজ প্রশাসনিক বৈঠক এবিষয়ে কথা উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন "সমস্যা যাই থাক, ইন্ডাস্ট্রি বন্ধ হোক এটা আমি চাই না । যারা করবে তাদের প্রতি আমার কোনও সমর্থন নেই । তিনদিনের মধ্যে বসে DM, মলয় ঘটক ও কমিশনারেট তিনদিনের মধ্যে এই কাজ শেষ করবে । আমি কোনও কথা শুনতে চাইনা ।" পাশাপাশি মমতা মলয়কে বলেন, "29 জনকে কোম্পানী ছাঁটাই করে দিয়েছে । তার বদলে 29 জনকে নেওয়া হয়েছে । তোমরা ট্রেড ইউনিয়নের লোকেরা কেন সমর্থন করলে । তোমার প্রথমেই উচিত ছিল বলার ।"

মলয় ঘটক কিছু বলতে গেলে মমতা তাকে বলেন, "দেশজুড়েই বিভিন্ন সেক্টরে রিসেশন চলছে । একেবারে বন্ধ করে দিতে চাও? যদি সত্যি কোনও সমস্যা থাকে তাহলে সেটা মেটাতে হবে । তিনদিনের মধ্যে । তিনদিন মানে তিনদিনই ।"

ABOUT THE AUTHOR

...view details