পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee: আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতে আসছেন মমতা, সভাস্থল পরিদর্শনে পৌরপ্রতিনিধিরা

আগামী 28 জুন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আসানসোল পোলো গ্রাউন্ডে (Asansol Polo Ground) জনসভা করবেন তিনি ৷ বুধবার মাঠ পরিদর্শন করলেন মেয়র-সহ পৌরপ্রতিনিধিরা ৷

Mamata Banerjee will address a rally at Asansol Polo Ground
Mamata Banerjee: আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতে আসছেন মমতা, সভাস্থল পরিদর্শনে পৌরপ্রতিনিধিরা

By

Published : Jun 22, 2022, 6:39 PM IST

আসানসোল, 22 জুন: আগামী 28 জুন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল পোলো গ্রাউন্ডে (Asansol Polo Ground) জনসভা করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) বিপুল ভোটে জয়ী হয়েছেন ৷ সেই কারণেই আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতে আসছেন মুখ্যমন্ত্রী ৷ এমনটাই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের ৷ বুধবার আসানসোল পোলো গ্রাউন্ড পরিদর্শন করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিম উল হক-সহ পৌরকর্তারা ৷ সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা ৷ কোথায় মঞ্চ বাঁধা হবে, কোথায় মানুষজন বসবেন, কীভাবে ত্রিপলের ছাউনি তৈরি করা হবে, সেসবই খতিয়ে দেখেন তাঁরা ৷

এদিন থেকেই মুখ্যমন্ত্রী সভাস্থলের অস্থায়ী নির্মাণ তৈরির প্রক্রিয়া শুরু করে দেওয়া হয় ৷ এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী আসছেন ৷ এটি আসানসোলবাসী তথা পশ্চিম বর্ধমান জেলার মানুষের জন্য সুখবর ৷ লোকসভা উপনির্বাচনে আসানসোলের মানুষ তৃণমূলকে আশীর্বাদ করেছেন ৷ বিপুল ভোটে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন ৷ তাই আসানসোলবাসীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতে আসবেন তিনি ৷"

আরও পড়ুন:Mamata Slams Suvendu : দাদামণি বলছে 17 হাজার লোকের চাকরি খাবে, শুভেন্দুকে আক্রমণ মমতার

চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায় জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিচ্ছেন ৷ তাঁর বক্তব্য শুনতে মানুষের ভিড়ে মাঠ উপচে পড়বে ৷" সকলেই যাতে মুখ্যমন্ত্রীকে চাক্ষুস করতে পারেন এবং তাঁর বক্তৃতা শুনতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ সেই মতোই সভাস্থলের ব্যবস্থাপনা করা হচ্ছে বলে জানিয়েছেন অমরনাথ ৷

ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, "আমাদের অতীত অভিজ্ঞতা বলছে, মুখ্যমন্ত্রীর সভায় এত ভিড় হবে যে সকলকে মাঠে হয়তো জায়গা দেওয়াই যাবে না ! মাঠে যত মানুষ থাকবেন, মাঠের বাইরে তার থেকেও বেশি মানুষ থাকবেন ৷"

প্রসঙ্গত, এখনও পর্যন্ত জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে দু'টি জনসভা করবেন ৷ এছাড়াও একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷

ABOUT THE AUTHOR

...view details