পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"দেশের সবথেকে বড় চোর কে ?" - munmun sen

রানিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের সমর্থনে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সভা থেকে তিনি নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন ।

মমতা ব্যানার্জি

By

Published : Apr 26, 2019, 3:04 PM IST

জামুড়িয়া, 26 এপ্রিল : রানিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের সমর্থনে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সভা থেকে তিনি নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন । সেইসঙ্গে আসানসোলের উন্নয়নের জন্য কী কী করেছেন তার ফিরিস্তিও দেন ।

একনজরে মমতা যা যা বললেন :

  • আমি ভিক্ষা চাইছি না আপনাদের কাছে ঋণ চাইছি
  • উনি হিন্দু ধর্মের বদনাম করেন । রামের বদনাম করেন
  • বাইরের একজন বাংলায় উঁকি মারছে
  • আসানসোলে একটা ছেলেকে হারানোর জন্যই মুনমুনকে আনা হয়েছে
  • মুনমুন সেনের মা বাংলা সিনেমার জগতে এক নম্বর নায়িকা ছিলেন
  • আগে ঝাড়খণ্ড সামলাও আসানসোলে পরে আসবে
  • BJP-র জন্মের আগে কি দুর্গাপুজো হয়েছিল ?
  • উনি শুধু বিদেশেই ঘোরেন
  • দেশের সবথেকে বড় চোর কে ?
  • আসানসোলে অবৈধ কয়লা খনি চলছে CISF-এর মদতে
  • দুর্গাপুর ব্যারেজের জন্য ৫৩ কোটি টাকা দেওয়া হয়েছে
  • অন্ডালে এয়ারপোর্ট বানানো হয়েছে
  • পানাগড়কে ইন্ডাস্ট্রিয়াল জ়োন করা হবে
  • জামুড়িয়াতে ITI করা হয়েছে
  • আসানসোলে হাসপাতাল উন্নত করা হয়েছে

ABOUT THE AUTHOR

...view details