আসানসোল, 28 জুন: অগ্নিপথ ইস্যু নিয়ে বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী ৷ আসানসোলের পোলো গ্রাউন্ডে মঙ্গলবার জনসভা(Public Meeting) থেকে চাঁচাছোলা ভাষাতে মোদি সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)৷
তিনি বলেন, "2024-এ লোকসভা নির্বাচন । তার আগে কার্যত বিজেপি মিথ্যে কথা বলে ললিপপ দেখাচ্ছে । চার বছর চাকরি করো তারপর বাড়ি যাও, কলা খাও ।" মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি এক কর্নেল তাঁকে চিঠি দিয়েছে । তিনি সেনাবাহিনীর কর্নেলদের শ্রদ্ধা করেন ।
আসানসোলের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন, "খেলাটা স্বরাষ্ট্রমন্ত্রী শুরু করেছিলেন । সারাদেশে আগুন জ্বলায় মুখ পুড়েছে । তাই তাঁরা সেনাবাহিনীকে এগিয়ে দিচ্ছেন। কর্নেল চিঠিতে লিখেছেন যে রাজ্যের কাছে ডাটাবেস পাঠানো হবে । চার বছর চাকরির পর সেই সমস্ত যুবকদের রাজ্য চাকরি দেবে ।"
আরও পড়ুন :আসানসোলে মুখ্যমন্ত্রীর জনসভায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়ে এদিন বলেন, "আমার চাকরি দেওয়ার থাকলে রাজ্যের ছেলেদের দেব । বিজেপি কর্মীদের কেনও দিতে যাব । বিজেপির ডাস্টবিন আমি পরিষ্কার করতে যাব না (Mamata Banerjee Slams Modi Govt on Agnipath Scheme)। বিজেপিকেই তার ডাস্টবিন ভ্যানিশ করতে হবে ৷"