আসানসোল, 13 জুন : আসানসোল উর্দু ফাউন্ডেশনের ইদ মিলন উৎসবে যোগ দিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক । তিনি বলেন, "দেশের কালো টাকা বিদেশ থেকে আনতে পারেনি মোদি সরকার । 2014 সালে লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদি বলেছিলেন, দেশের পুঁজিপতিদের যত টাকা বিদেশে আছে তা তিনি 100 দিনের মধ্যে উদ্ধার করে আনবেন । আর প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা দেবেন । কিন্তু কালো টাকা উদ্ধার হয়নি । আর দেশের লোক 15 পয়সা করেও পায়নি । একটা ভাঁওতাবাজির সরকার চলছে কেন্দ্রে।"
কেন্দ্রে ভাঁওতাবাজির সরকার চলছে : মলয় ঘটক - আসানসোল উর্দু ফাউন্ডেশন
আসানসোল উর্দু ফাউন্ডেশনের ইদ মিলন উৎসবে যোগ দিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক । কেন্দ্রের সরকারকে ভাঁওতাবাজির সরকার বলে সমালোচনা করেন মন্ত্রী । এই অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় না রাখারও অভিযোগ উঠল ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে মোদি সরকারের বেটি পড়াও, বেটি বাঁচাও প্রকল্পের তুলনা টেনে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন মলয় ঘটক । তাঁর অভিযোগ, বহু টাকা বিজ্ঞাপনে খরচ করেও কেন্দ্রীয় প্রকল্প ব্যর্থ । তিনি বলেন, " জাতি-বর্ণ নির্বিশেষে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পে প্রভূত উপকার হচ্ছে মেয়েদের ।"
কোরোনা প্রতিরোধেও কেন্দ্রীয় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি । আজ রেলপাড়ে ইদ অনুষ্ঠান হয়। ইদ মিলন অনুষ্ঠানে গিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মন্ত্রী। পাশাপাশি এলাকার উন্নয়ন থেকে সামাজিক স্তরে রাজ্য সরকার কীভাবে মানুষের কাজ করছে সে বিষয়গুলিরও উল্লেখ করেন তিনি। আজ আসানসোল রেলপাড় এলাকায় উর্দু ফাউন্ডেশনের পক্ষ থেকে ইদ মিলন উৎসবে প্রথমে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও মন্ত্রী মলয় ঘটক আসার সঙ্গে সঙ্গে জমায়েত হয়ে যায়। এদিন বেশ কয়েকজন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠান থেকে ।