আসানসোল, 29 জুলাই : চলছে টোকিয়ো অলিম্পিকস ৷ ভারতের একমাত্র পদক এসেছে ওয়েটলিফ্টার মীরাবাই চানুর হাত ধরে ৷ অলিম্পিকসের মরসুমে দেশের উঠতি মহিলা বক্সার মণিকার যাবতীয় খরচ বহনের ভার নিল আসানসোলের কোম্পানি মাইথন অ্যালয়েস লিমিটেড । বুধবার একটি অনুষ্ঠানে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুভাষ আগরওয়াল ঘোষণা করেন, মণিকার আগামী তিন বছরের সমস্ত খরচ বহন করবে কোম্পানি । তিনি এও বলেন, আগামী তিন বছরে মণিকা সফল হলে, কোম্পানি তাঁর ব্যয় বহনের সময় আরও বাড়াবে ৷
মণিকা হরিয়ানার বাসিন্দা । তীব্র আর্থিক কষ্টের সঙ্গে লড়াই করে নিজেকে বক্সার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন । মণিকার আদর্শ মেরি কম । মেরি কমকে সামনে রেখেই একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন । ইতিমধ্যে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন লোকোমোটিভ মণিকাকে স্পোর্টস কোটায় চাকরি দিয়েছে । সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ জিতে ফিরেছেন মণিকা । যার পর মণিকাকে সংবর্ধনা জানায় চিত্তরঞ্জন লোকোমোটিভ । এবার শিল্পাঞ্চলের বেসরকারি কোম্পানি মাইথন অ্যালয়েস লিমিটেড মণিকার সমস্ত খরচ বহন করতে এগিয়ে এল ।