আসানসোল, ২৯ মার্চ: লকডাউন পরিস্থিতিতে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে আটকে পড়ছেন বহু ট্রাকচালক, খালাসি, মুটে-মজুররা । এদিকে ওই এলাকার সমস্ত খাবারের দোকান, হোটেলও বন্ধ । কার্যত অভুক্ত অবস্থায় দিন কাটাতে হচ্ছে এইসব ট্রাকচালক, খালাসি, মুটে-মজুরদের । অবশেষে কুলটির নিয়ামতপুরের একটি সংগঠনের পক্ষ থেকে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে আটকে পড়া এইসব মানুষদের মুখে খাবার তুলে দেওয়া হল । অসুস্থকে দেওয়া হল ওষুধ ।
গত কয়েকদিনে লকডাউন পরিস্থিতিতে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে প্রচুর ট্রাক আটকে পড়ে । এ রাজ্যে ঢোকার আগেই ভিনরাজ্য থেকে আসা ট্রাকগুলিকে আটকে দেওয়া হয় । কোরোনা সতর্কতার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয় । কিন্তু এর ফলে গত কয়েকদিন ধরে অসংখ্য ট্রাকচালক, খালাসি, মুটে-মজদুররা অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছিলেন । এবার এই অসহায় মানুষগুলির দিকে মানবিকতার হাত বাড়িয়ে দিল নিয়ামতপুরের একটি সংগঠন ।