সালানপুর, 21 জানুয়ারি : বেআইনি মদ তৈরির কারখানার হদিশ পেল আবগারি দপ্তর। আটক করা হয়েছে 3 কোটি টাকার মদ ও মদ তৈরির সামগ্রী। ওই মদ থেকে 1 কোটি 70 লাখ টাকার রাজস্ব আদায় হত বলেও আবগারি আধিকারিকরা জানিয়েছেন । এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে ৷
বুধবার রাতে সালানপুর থানার মাধাইচক, ধুন্দাবাদ গ্রাম সহ তিনটি জায়গায় অভিযান চালানো হয় । এই তিনটি জায়গা থেকে মদ তৈরির সরঞ্জাম, স্পিরিট, মদের বোতল ও তৈরি হওয়া মদ উদ্ধার করেছে আবগারি দপ্তর।