পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সালানপুরে বেআইনি মদ তৈরির কারখানার হদিশ - 3 কোটি টাকার মদ উদ্ধার

বুধবার রাতে সালানপুর থানার মাধাইচক, ধুন্দাবাদ গ্রাম সহ তিনটি জায়গায় অভিযান চালানো হয় । এই তিনটি জায়গা থেকে মদ তৈরির সরঞ্জাম, স্পিরিট, মদের বোতল ও তৈরি হওয়া মদ উদ্ধার করেছে আবগারি দপ্তর।

illegal liquor factory
বেআইনি মদ তৈরির কারখানার হদিশ

By

Published : Jan 21, 2021, 3:44 PM IST

Updated : Jan 21, 2021, 5:29 PM IST

সালানপুর, 21 জানুয়ারি : বেআইনি মদ তৈরির কারখানার হদিশ পেল আবগারি দপ্তর। আটক করা হয়েছে 3 কোটি টাকার মদ ও মদ তৈরির সামগ্রী। ওই মদ থেকে 1 কোটি 70 লাখ টাকার রাজস্ব আদায় হত বলেও আবগারি আধিকারিকরা জানিয়েছেন । এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে ৷

বেআইনি মদ তৈরির কারখানার হদিশ


বুধবার রাতে সালানপুর থানার মাধাইচক, ধুন্দাবাদ গ্রাম সহ তিনটি জায়গায় অভিযান চালানো হয় । এই তিনটি জায়গা থেকে মদ তৈরির সরঞ্জাম, স্পিরিট, মদের বোতল ও তৈরি হওয়া মদ উদ্ধার করেছে আবগারি দপ্তর।

আরও পড়ুন : ‘‘সীমান্তবর্তী গ্রামে ভয় দেখাচ্ছে বিএসএফ’’, কমিশনে নালিশ তৃণমূলের

আবগারি বিভাগের সুপারিন্টেন্ডেন্ট সুরজিৎ সরকার জানান, কমপক্ষে 3 কোটি টাকার মদ আটক হয়েছে। যে মদ উদ্ধার হয়েছে যদি তা রাজ্যে বিক্রি হত তাহলে 1 কোটি 75 লাখ টাকা রাজ্য সরকারের রাজস্ব আদায় হত। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। যদিও এই মদ কোথায় পাচার হত তা নিয়ে মুখ খুলতে চাননি আবগারি বিভাগের আধিকারিকরা।

Last Updated : Jan 21, 2021, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details