পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Coal Mine Accident : কয়লাখনিতে মৃত্যুর ঘটনায় নিরাপত্তার অব্যবস্থাকে দায়ী করছে শাসক-বিরোধী সবাই - Lack of Security Main Reason Behind Coal Mine Accident

নিরাপত্তার অভাব কয়লা খনি দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করছে স্থানীয় বাসিন্দা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই (Lack of Security Main Reason Behind Coal Mine Accident) ৷ মাধাইপুরে খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের 4 সদস্য-সহ পাঁচ জনের ৷ সেই ঘটনায় কোলিয়ারিতে নিরাপত্তা না থাকায় ইসিএল’কে কাঠগড়ায় তুলেছে শাসক তৃণমূল (Pandaveshwar MLA Blames ECL for Coal Mine Accident) ৷ একই অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ৷

Lack of Security Main Reason Behind Coal Mine Accident
Lack of Security Main Reason Behind Coal Mine Accident

By

Published : Jan 26, 2022, 8:44 PM IST

দুর্গাপুর, 26 জানুয়ারি : আসানসোলের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মাধাইপুরে খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের 4 সদস্য-সহ পাঁচ জনের ৷ তবে, এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষকেই দায়ী করেছে স্থানীয়রা (Lack of Security Main Reason Behind Coal Mine Accident) ৷ এমনকি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন ৷ তিনি অভিযোগ করেন, ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থা থাকলে এই ঘটনা এড়ানো যেত ৷

স্থানীয়দের দাবি কোলিয়ারি অঞ্চলের বেশির ভাগ মানুষই গরীব ৷ সেখানকার বাসিন্দাদের আয় বলতে খনিতে অস্থায়ী কুলির কাজ ৷ আর কিছু মানুষ কষ্ট করে চাষবাস করেন ৷ তাতেও সংসার চলে না ৷ তাই বাধ্য হয়েই খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে নামেন স্থানীয়রা ৷ কিন্তু, অভাবের অজুহাতে জাতীয় সম্পদ চুরির অপরাধকে মান্যতা দেওয়া যায় না ৷ যা নিয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ইসিএল কর্তৃপক্ষ দায়ী করেছেন (Pandaveshwar MLA Blames ECL for Coal Mine Accident) ৷ তাঁর মতে, মৃতরা কয়লা চুরি করতে গিয়ে মারা গিয়েছেন ৷ কিন্তু, ইসিএল কর্তৃপক্ষ যে কয়লাখনির নিরাপত্তায় গা-ছাড়া মনোভাব দেখায় তা এই দুর্ঘটনায় প্রমাণিত ৷

কয়লাখনিতে মৃত্যুর ঘটনায় নিরাপত্তার অব্যবস্থাকে দায়ী করছে শাসক-বিরোধী সবাই

আরও পড়ুন : Accident at Laudoha coal Mine : লাউদোহায় বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা, ধস নেমে 4 জনের মৃত্যু

তাঁর অভিযোগ, খোলামুখ খনিগুলিতে যথেষ্ঠ নিরাপত্তা থাকে না ৷ ফলে যে কেউ সহজেই খনিতে ঢুকে পড়ে ৷ তাঁর মতে, বাচ্চারাও এই খনির মধ্যে পড়ে যেতে পারে ৷ ইসিএল কেন্দ্রীয় সংস্থা হলেও, কার্যত একই অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতা তথা আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর অভিযোগ, এই সমস্যা বহুদিনের ৷ তা সত্ত্বেও ইসিএল আধিকারিকরা কোনও ব্যবস্থা নেয়নি ৷ তাঁর প্রশ্ন, কেন ইসিএল কর্তৃপক্ষ খনি এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে দিচ্ছে না ? যাতে বাইরের কেউ ওই এলাকায় ঢুকতে না পারে ৷ যার জবাব ইসিএল কর্তৃপক্ষের কাছেও নেই ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details