দুর্গাপুর, 26 জানুয়ারি : আসানসোলের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মাধাইপুরে খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের 4 সদস্য-সহ পাঁচ জনের ৷ তবে, এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষকেই দায়ী করেছে স্থানীয়রা (Lack of Security Main Reason Behind Coal Mine Accident) ৷ এমনকি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন ৷ তিনি অভিযোগ করেন, ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থা থাকলে এই ঘটনা এড়ানো যেত ৷
স্থানীয়দের দাবি কোলিয়ারি অঞ্চলের বেশির ভাগ মানুষই গরীব ৷ সেখানকার বাসিন্দাদের আয় বলতে খনিতে অস্থায়ী কুলির কাজ ৷ আর কিছু মানুষ কষ্ট করে চাষবাস করেন ৷ তাতেও সংসার চলে না ৷ তাই বাধ্য হয়েই খোলামুখ খনি থেকে কয়লা চুরি করতে নামেন স্থানীয়রা ৷ কিন্তু, অভাবের অজুহাতে জাতীয় সম্পদ চুরির অপরাধকে মান্যতা দেওয়া যায় না ৷ যা নিয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ইসিএল কর্তৃপক্ষ দায়ী করেছেন (Pandaveshwar MLA Blames ECL for Coal Mine Accident) ৷ তাঁর মতে, মৃতরা কয়লা চুরি করতে গিয়ে মারা গিয়েছেন ৷ কিন্তু, ইসিএল কর্তৃপক্ষ যে কয়লাখনির নিরাপত্তায় গা-ছাড়া মনোভাব দেখায় তা এই দুর্ঘটনায় প্রমাণিত ৷