পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিলগ্নীকরণের আশঙ্কায় চিত্তরঞ্জন রেল কারখানা - Chitaranjan

সম্প্রতি কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা সহ বেশ কয়েকটি সংস্থাকে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া হবে । আর তারপর থেকেই বিলগ্নীকরণের আশঙ্কায় ভুগছেন রেল ইঞ্জিন কারখানার শ্রমিকরা । যদিও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, "বেসরকারিকরণ মানেই কারখানা বন্ধ হয়ে যাওয়া নয়।"

সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয়

By

Published : Jul 11, 2019, 11:01 AM IST

আসানসোল,11 জুলাই : গত এক সপ্তাহ ধরে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা উত্তাল । সম্প্রতি কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা সহ বেশ কয়েকটি সংস্থাকে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া হবে । আর তারপর থেকেই বিলগ্নীকরণের আশঙ্কায় ভুগছেন রেল ইঞ্জিন কারখানার শ্রমিকরা । ইতিমধ্যেই কারখানায় আন্দোলনে নেমেছে শ্রমিক ইউনিয়নগুলি ।

জল্পনা বেড়েছে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র মন্তব্যে । বাবুল বলেন, "বেসরকারিকরণ মানেই কারখানা বন্ধ হয়ে যাওয়া নয়।"

বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করা হয় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা একটি লাভজনক সংস্থা । তারপরও সেটিকে কেন বিলগ্নীকরণ করা হচ্ছে ? বাবুল সুপ্রিয় বলেন, "লাভজনক সংস্থার সঙ্গে বিলগ্নীকরণের কোনও সম্পর্ক নেই ।"

আরও পড়ুন : "কাটমানি নিয়েছেন আসানসোলের সাংসদ", ফেসবুকে ট্রোলড বাবুল সুপ্রিয়

হিন্দুস্তান কেবলসের উদাহরণ টেনে নিয়ে বাবুল বলেন, "2002 সাল থেকে ওই কারখানার উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল । 2017 সাল পর্যন্ত শুধু ভোটের রাজনীতি করতে ওই কারখানার শ্রমিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল । সরকার 2017 সালে দেখে কারখানাটি প্রায় 6 হাজার কোটি টাকা ক্ষতিতে চলছে । এরপরেই শ্রমিকদের নির্দিষ্ট পে-কমিশনে সঠিক অর্থে বকেয়া টাকা মিটিয়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details