আসানসোল, 29 জানুয়ারি :সাধারণ যৌনকর্মী থেকে হয়ে উঠেছিল ড্রাগস পাচারকারী । একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও প্রমাণের অভাবে জামিন পেয়ে যেত ড্রাগস পাচারে অভিযুক্ত ময়না শাহ । গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অভিযুক্ত ময়না শাহকে গ্রেফতার করে কুলটির নিয়ামতপুরের পুলিশ (kulti police arrest a drug smuggler recover heroin)। তার কাছে প্রায় ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে । শুধুমাত্র মাদক পাচার নয়, ধৃতের বিরুদ্ধে বেআইনিভাবে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে ।
police arrest a drug smuggler: পুলিশের জালে মক্ষিরানি ময়না, উদ্ধার হেরোইন - police arrest a drug smuggler
গ্রেফতার ড্রাগস মক্ষিরানি ময়না শাহ (police arrest a drug smuggler)। উদ্ধার প্রায় ৪০ গ্রাম হেরোইন (recover heroin)। শুক্রবার তাকে গ্রেফতার করেছে কুলটি থানার নিয়ামতপুরের পুলিশ ।
আরও পড়ুন:36 হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার 2
নদীয়ার কুলটির লছিপুর নিষিদ্ধ পল্লিতে এসেছিল ময়না শাহ । সাধারণ দরিদ্র যৌনকর্মী হিসেবে লছিপুরে যৌন ব্যবসায় নাম লিখিয়েছিল ময়না । সেই সময়েই মাদক পাচারকারীদের সঙ্গে পাচারে জড়িয়ে পড়ে। শুধু মাদক পাচার নয় , তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে মাদক ব্যবসারও অভিযোগ আছ। ক্রমেই ড্রাগস মক্ষিরানি হয়ে ওঠে ময়না শাহ। একাধিকবার পুলিশের জালে ধরা পড়লেও উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় ময়না । এমনকি বেশ কয়েকমাস আগেও একবার পুলিশের জালে ধরা পড়লেও প্রমাণের অভাবে জামিন পায় । তবে শুক্রবার মাদক-সহ তাকে গ্রেফতার করে নিয়ামতপুর থানার পুলিশ।