আসানসোল, ১৮ মার্চ: কোরোনার সতর্কতায় সরকারের তরফে নির্দেশিকা জারি করে জমায়েত, ভিড় এসব এড়িয়ে চলতে বলা হয়েছে । এবার আসানসোলের প্রাচীন কল্যাণেশ্বরী মন্দির বন্ধ রাখার ঘোষণা করা হল। ৩১ মার্চ পর্যন্ত হল মন্দির বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে ।
বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত কল্যাণেশ্বরী মন্দির পর্যটকদের অন্যতম আকর্ষণ । যাঁরাই মাইথন বেড়াতে আসেন তাঁরা একবার হলেও কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে যান। প্রতিদিনই হাজার হাজার মানুষের জমায়েত হয় এই মন্দিরে।
কোরোনা আতঙ্কে প্রথমবার বন্ধ হল আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির - কল্যাণেশ্বরী মন্দির
বন্ধ হচ্ছে প্রাচীন কল্যাণেশ্বরী মন্দির । ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করল মন্দির কমিটি ।
রাজ্য সরকারের নির্দেশে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে পার্ক, চিড়িয়াখানা, সিনেমা হল। এবার কল্যাণেশ্বরী মন্দির কমিটির পক্ষ থেকেও মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল । সুরক্ষা ও সাধারণ মানুষের স্বাস্থ্যের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্দির কমিটি। প্রধান সেবাইত দিলীপ দেওঘরিয়া জানান, ৩১ মার্চ পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণ মানুষের কাছে এটা একটা নজিরবিহীন সিদ্ধান্ত। কারণ আজ পর্যন্ত কোনওদিন বন্ধ হয়নি এই মন্দির। কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে বাধ্য হয়ে এই প্রথম বন্ধ করা হচ্ছে মন্দির ।