পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোনও মাফিয়া ছাড় পাবে না, সবাইকে জেলে ঢোকাব : জ্যোতির্ময়

বালি, গোরু থেকে শুরু করে কয়লা একাধিক ইশুতে রাজ্য সরকারকে আক্রমণ করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাত ৷

ছবি
ছবি

By

Published : Jan 15, 2021, 2:30 PM IST

আসানসোল, 15 জানুয়ারি : বালি পাচার থেকে কয়লা, গোরু একাধিক ইশু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ৷ বিভিন্ন ইশু নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷ তারই উত্তর দিতে গিয়ে মমতা সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷

প্রশ্ন : পুরুলিয়ার কয়লা মাফিয়া লালা ও তার সাগরেদকে ফেরার বলে হুলিয়া জারি করল সিবিআই । এই বিষয়ে কী বলবেন ?

জ্যোতির্ময় : কয়লা অঞ্চলে দীর্ঘদিন ধরে কয়লা মাফিয়াদের আতঙ্ক ছিল । শাসকদলের সঙ্গে মিলে এরা লম্বা সময় ধরে অন্যায় অত্যাচার করে আসছে। রাজস্ব একদম শূন্য করে দিয়েছে এরা । লুটপাট করে একেবারে শেষ করে দিয়েছে। এর আগে বাম আমলে, বর্তমান সময়ে তৃণমূলের সঙ্গে থেকে লালা এবং তার সাগরেদরা ইসিএল ও বিসিসিএলকে লুট করে শেষ করে দিয়েছে। আগামীতে যা দিন আসছে তাতে কয়লা মাফিয়া, বালি মাফিয়া, পাথরখাদান মাফিয়া কেউ ছাড় পাবে না । সবাইকেই আমরা জেলে ঢোকাব ।

জ্যোতির্ময় মাহাতর বক্তব্য

প্রশ্ন : শাসকদলের কারও নাম বেআইনি কয়লার সঙ্গে উঠে আসতে পারে?

জ্যোতির্ময়: বহু । তৃণমূল কংগ্রেসের 99 শতাংশ লোক এই কাজের সঙ্গে জড়িত আছে । যেখানে যেমন । কোথাও বালি পাচার, কোথাও কয়লা পাচার, কোথাও পাথর বা গোরু পাচার । সব জায়গায় তৃণমূল জড়িত । চারমাস পরে নতুন সরকার আসবে, আমরা নিরপেক্ষ তদন্ত করে সবাইকে শ্রীঘরে পাঠাব ।

প্রশ্ন : বিজেপিতে এসে না কি কয়লা মাফিয়রাও ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যাচ্ছে ?

জ্যোতির্ময়: কেউ ছাড় পাবে না । একদম নিরপেক্ষ তদন্ত হবে । সে যে দলেই থাকুক, সবার বিরুদ্ধেই তদন্ত হবে ।

প্রশ্ন: জঙ্গলমহলে বিজেপিতে যোগদানে জোয়ার এসেছে । আপনার জেলায় কী অবস্থা? বিধায়করা কি নজরে আছে?

জ্যোতির্ময় : দেখুন জোয়ার ছিল । এখন আঁধি-তুফান চলে এসেছে । সুনামির ঝড়ে সমুদ্র থেকে যেমন বড় বড় হাঙ্গর-তিমি উঠে আসে, তেমনি অনেকজন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছে। এটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে।

আরও পড়ুন:শান্তিকুঞ্জে শিশির অধিকারীর সঙ্গে "সৌজন্য" সাক্ষাৎ বিজেপি সাংসদের

প্রশ্ন: সেক্ষেত্রে ছাকনির কাজটা আপনি করবেন না?

জ্যোতির্ময়: এটা সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে । আমরা সাধারণ কার্যকর্তা । আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে সেই দায়িত্ব পালন করব ।

প্রশ্ন: জঙ্গল মহলের কী অবস্থা হতে পারে ভোটের ফলাফলে?

জ্যোতির্ময়: আমাদের দু'টো জ়োন । একটি রাঢ়বঙ্গ, অন্যটি মেদিনীপুর । মোট আসন 126 । তৃণমূল 5 টি আসন পায় কি না সন্দেহ আছে। ভারতীয় জনতা পার্টি 120-র উপরে আসন পাবে দক্ষিণবঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details