আসানসোল, 15 জানুয়ারি : বালি পাচার থেকে কয়লা, গোরু একাধিক ইশু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ৷ বিভিন্ন ইশু নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷ তারই উত্তর দিতে গিয়ে মমতা সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷
প্রশ্ন : পুরুলিয়ার কয়লা মাফিয়া লালা ও তার সাগরেদকে ফেরার বলে হুলিয়া জারি করল সিবিআই । এই বিষয়ে কী বলবেন ?
জ্যোতির্ময় : কয়লা অঞ্চলে দীর্ঘদিন ধরে কয়লা মাফিয়াদের আতঙ্ক ছিল । শাসকদলের সঙ্গে মিলে এরা লম্বা সময় ধরে অন্যায় অত্যাচার করে আসছে। রাজস্ব একদম শূন্য করে দিয়েছে এরা । লুটপাট করে একেবারে শেষ করে দিয়েছে। এর আগে বাম আমলে, বর্তমান সময়ে তৃণমূলের সঙ্গে থেকে লালা এবং তার সাগরেদরা ইসিএল ও বিসিসিএলকে লুট করে শেষ করে দিয়েছে। আগামীতে যা দিন আসছে তাতে কয়লা মাফিয়া, বালি মাফিয়া, পাথরখাদান মাফিয়া কেউ ছাড় পাবে না । সবাইকেই আমরা জেলে ঢোকাব ।
প্রশ্ন : শাসকদলের কারও নাম বেআইনি কয়লার সঙ্গে উঠে আসতে পারে?
জ্যোতির্ময়: বহু । তৃণমূল কংগ্রেসের 99 শতাংশ লোক এই কাজের সঙ্গে জড়িত আছে । যেখানে যেমন । কোথাও বালি পাচার, কোথাও কয়লা পাচার, কোথাও পাথর বা গোরু পাচার । সব জায়গায় তৃণমূল জড়িত । চারমাস পরে নতুন সরকার আসবে, আমরা নিরপেক্ষ তদন্ত করে সবাইকে শ্রীঘরে পাঠাব ।
প্রশ্ন : বিজেপিতে এসে না কি কয়লা মাফিয়রাও ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যাচ্ছে ?
জ্যোতির্ময়: কেউ ছাড় পাবে না । একদম নিরপেক্ষ তদন্ত হবে । সে যে দলেই থাকুক, সবার বিরুদ্ধেই তদন্ত হবে ।