পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jay Bangla Slogan : জিতেন্দ্রর ‘জয় বাংলা’ বিরোধিতার পাল্টা বাংলা পক্ষের - জিতেন্দ্র তিওয়ারি বনাম বাংলা পক্ষ

‘জয় বাংলা’ ধ্বনির বিরোধিতা করায়, জিতেন্দ্র তিওয়ারিকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ বাংলা পক্ষ সংগঠনের (Jitendra Tewari vs Bangla Pakkho Over Jay Bangla Slogan) ৷ ‘‘গুটখা বহিরাগত বাঙালি বিরোধী জিতেন’’ সম্বোধনে বিজেপির এই নেতাকে নিশানা করেছে সংগঠনটি ৷ পাশাপাশি ‘জয় বাংলা’ ধ্বনির উপ কোনও দেশের একছত্র অধিকার নেই বলেও ওই পোস্টে উল্লেখ করেছে বাংলা পক্ষ ৷

jitendra-tewari-vs-bangla-pakkho-over-jay-bangla-slogan
‘জয় বাংলা’র মালিক নেই, জিতেন্দ্রর ‘জয় বাংলা’ বিরোধিতার পাল্টা বাংলা পক্ষের

By

Published : Mar 5, 2022, 11:43 AM IST

Updated : Mar 5, 2022, 12:54 PM IST

আসানসোল, 5 মার্চ : ‘জয় বাংলা’ ধ্বনি নিয়ে জিতেন্দ্র তিওয়ারি বনাম বাংলা পক্ষ (Jitendra Tewari vs Bangla Pakkho Over Jay Bangla Slogan) ৷ জয় বাংলার বিরোধিতায় টুইটারে সরব হওয়ায় জিতেন্দ্র তিওয়ারিকে ‘‘গুটখা বহিরাগত বাঙালি বিরোধী জিতেন’’ বলে নিশানা করেছে বাংলা পক্ষ নামে ওই সংগঠন ৷ প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের 2 মার্চের একটি বিজ্ঞপ্তিতে মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকীতে ‘জয় বাংলা’কে জাতীয় ধ্বনি হিসেবে ঘোষণা করা হয় ৷ সেই বাংলাদেশ গেজেটটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি প্রশ্ন করেন, ‘‘আমরা কেন জয় বাংলা বলব ? জয় পশ্চিমবঙ্গ বলতে লজ্জা কিসের ?’’

জিতেন্দ্র তিওয়ারির এই পোস্টের বিরোধিতা করেন বাংলা পক্ষের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি অক্ষয় বন্দ্যোপাধ্যায় (Controversy Over Jay Bangla Slogan) ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা করার পাশাপাশি, ‘জয় বাংলা’ ধ্বনির উৎস এবং তার ব্যবহারের ব্যাখ্যাও করেন ৷ বাংলা পক্ষের তরফে জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা করে বলা হয়, ‘‘শুধুই বলি গুটখা বহিরাগত বাঙালি বিরোধী জিতেন, এইজন্যই বলি গুটখা ৷ আবার বলছি বার বার বলব ৷ সে যতই মিডিয়ার কাছে বলুক ৷ বাংলায় রাজনীতি করতে হলে জয় বাংলা বলতেই হবে, বাধ্যতামূলক ৷ জিতেনবাবু যেটা জানেন না ভাল করে জেনে নিন ৷’’

আরও পড়ুন : John Barla : জন বার্লাকে রাষ্ট্রীয় মন্ত্রী করে কি বঙ্গভঙ্গের ভাবনাকেই সমর্থন মোদি সরকারের ?

এর পরেই বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় ওই পোস্টে ৷ যেখানে, ‘জয় মহারাষ্ট্র’, ‘জয় তেলাঙ্গানা’, ‘জয় বিহার’ স্লোগানকে রাজ্যের জয়ধ্বনি হিসেবে ব্যবহার করা হয় বলে উল্লেখ করা হয়েছে বাংলা পক্ষের তরফে ৷ নিজেদের স্বপক্ষে যুক্তি দিয়ে বাংলা পক্ষের তরফে লেখা হয়, ‘‘কিছু লোকজনের মতে ‘জয় বাংলা’ শুধুমাত্র একটা পার্টির রাজনৈতিক স্লোগান ৷ তাঁরা জানেন না ‘জয় বাংলা’ এসেছে নজরুলের ‘পূর্ণ-অভিনন্দন’ কবিতা থেকে ৷ ‘জয় বাংলা’র মালিক নেই, জয় বাংলার দেশ নেই ৷ জয় বাংলার মরণ নেই ৷’’ বাংলা পক্ষের মতে, ‘জয় বাংলা’ ধ্বনি সকল বাঙালির একত্রিত হওয়ার ধ্বনি ৷ যেখানে সকল বাঙালির আবেগ জড়িত রয়েছে ৷

আরও পড়ুন : বঙ্গভঙ্গ প্রস্তাবকারী দুই সাংসদের বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের

তবে, বাংলা পক্ষের এই যুক্তি মানতে নারাজ জিতেন্দ্র তিওয়ারি ৷ তিনি বলেন, ‘‘কে কী বলল আমি এত ভাবি না ৷ আমি মনে প্রাণে ওঁদের চেয়ে বেশি বাঙালি ৷’’

Last Updated : Mar 5, 2022, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details