জামুড়িয়া, 6 অক্টোবর : দৌড়ে বিশ্বজয় করবেন । দু'চোখে স্বপ্ন দেখতেন জামুড়িয়ার শ্যামলী সিং । বিয়ের পরেও থামেনি সেই দৌড় । শ্বশুরবাড়িতে আপত্তি থাকায়, স্বামীকে নিয়ে আলাদা সংসার পাতেন । দেশ-বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় পার করছিলেন একের পর এক বাধা । পদক-মেডেলের পাশাপাশি পেয়েছেন সম্মান । লক্ষ্য ছিল,. অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা । কিন্তু সেই স্বপ্ন প্রায় ভাঙতে বসেছে শ্যামলীর । জামুড়িয়ার কুনুস্তরিয়া কাঁটামোড় এলাকার বাসিন্দা শ্যামলী সিং ব্রেন টিউমারে আক্রান্ত । একদিকে যেমন তাঁর বিশ্বজয়ের স্বপ্ন থমকে গেছে, তেমনই অভাবের কারণে নিজের চিকিৎসা করাতে পারবেন কি না সেটাই এখন আশঙ্কা ।
চিকিৎসার খরচ জোগাতে অপারগ, থমকে ক্রীড়াবিদের "অলিম্পিক" স্বপ্ন - জামুড়িয়া
রাজ্য, জেলা ও আন্তর্জাতিক স্তরে শ্যামলী সাফল্য পেয়েছেন । কিন্তু ব্রেন টিউমার ধরা পড়ার পর তাঁর আর্থিক অবস্থা খারাপ ।
![চিকিৎসার খরচ জোগাতে অপারগ, থমকে ক্রীড়াবিদের "অলিম্পিক" স্বপ্ন jamuria athlete olympic aim paused due to brain tumour](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9046433-thumbnail-3x2-athletic.jpg)
জামুড়িয়া থানার অন্তর্গত কুনুস্তরিয়া কাঁটামোড়ের বাসিন্দা শ্যামলী সিং । ছোটো থেকে স্বপ্ন ছিল ক্রীড়াবিদ হওয়ার । শুরু হয় প্র্যাকটিস । কোচ সন্তোষ সিংকে ভালোবেসে ঘর বাঁধেন । কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেরা মেনে নেননি তাঁর খেলাধুলো । তাঁরা চেয়েছিলেন বাড়িতে থাক শ্যামলী । কিন্তু, অ্যাথলিট স্বামী সন্তোষের সমর্থন ছিল শ্যামলীর সঙ্গে । আর তাই স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়েছিলেন শ্যামলী। স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছিল । জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের ম্যারাথন দৌড়ে তিনি 108টি পদক এবং 80টির বেশি ট্রফি জিতেছেন । এবারের স্বপ্ন ছিল আরও বড় । দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করা । কিন্তু স্বপ্ন থমকে যায় । ব্রেন টিউমারে আক্রান্ত হন শ্যামলী । চিকিৎসার টাকা নেই । চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, অবিলম্বে অপারেশন করাতে হবে । সাধারণ মধ্যবিত্ত পরিবার । কীভাবে চিকিৎসা করাবেন স্ত্রীর । তা ভেবে চিন্তিত সন্তোষ । একসময় যাঁরা শ্যামলীর সাফল্যে জয়ধ্বনি দিয়েছিলেন আজ তাঁরা কেউ পাশে নেই । ফলে মনের কষ্ট নিয়েই শ্যামলী জানান, পুরস্কার হিসেবে পাওয়া ট্রফি ও পদকগুলি বিক্রি করে আপাতত চিকিৎসার খরচ চালাবেন তিনি । তাতেও পুরো টাকা জোগাড় করতে পারবেন কি না তা নিয়ে চিন্তায় তাঁরা । এই বিষয়ে জানতে পেরে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামুড়িয়ার BDO। শ্যামলীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামুড়িয়ার বিধায়ক জাহানারা খানও ।
নিজের কথা বলতে গিয়ে একরাশ ক্ষোভ নিয়ে শ্যামলী বলেন, "অলিম্পিকের জন্য প্রস্তুত করতে গিয়ে অনেক টাকা খরচা করে ফেলেছি । সকলের কাছে আর্থিক সহযোগিতার জন্য হাত পেতেছি । কিন্তু সাহায্য মেলেনি । ভালো খেলার জন্য রাজ্যপালের সঙ্গে দেখা হয়েছিল । রাজ্য ম্যারাথনে গত দু'বছর ধরে প্রথম স্থান অধিকার করেছি । মুখ্যমন্ত্রীর কাছে পুরস্কার পেয়েছি । দেশের জন্য খেলছি তবু সাহায্যের হাত কেউ বাড়িয়ে দিচ্ছে না ।" শ্যামলীর স্বামী সন্তোষ সিং বলেন, "এখন আর্থিক অবস্থা খুব খারাপ । যখন দেশের হয়ে আমার স্ত্রী পুরস্কার এনেছে, তখন সবাই বাহবা দিয়েছে । কিন্তু অসময়ে কেউ সাহায্যের জন্য হাত বাড়ায়নি ।"