আসানসোল, 24 অক্টোবর :দেড় বছর পেরিয়ে গেল ৷ করোনা আবহে দফায় দফায় লকডাউনের জেরে ঘরবন্দি মানুষ ৷ নিউ নর্মালে বিধিনিষেধ খানিকটা শিথিল হলেও এ রাজ্যে এখনই বড় আকারে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয় ৷ ফলে আতান্তরে পড়েছেন শিল্পীরা ৷ এই পরিস্থিতিতে একটু অন্যরকম প্রয়াস দেখা গেল পশ্চিম বর্ধমানের আসানসোলে ৷ সৌজন্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা ৷ তিনি নিজেও নিয়মিত শিল্পচর্চা করেন ৷ মূলত তাঁর উদ্যোগেই ‘থার্ড আই আর্টিস্ট গ্রুপ’ নামে একটি সংগঠন আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করে ৷ কোনও বদ্ধ ঘরে নয়, প্রকৃতির কোলে বসেই শিল্প সৃষ্টি করেন শিল্পীরা ৷ অনুষ্ঠানের মাধ্যমে ভিন রাজ্য, এমনকী ভিন দেশের শিল্পীরাও তাঁদের আঁকা ছবি প্রদর্শনের সুযোগ পান ৷
আরও পড়ুন :Bangladesh Violence : বাংলাদেশে হিংসার প্রতিবাদে আসানসোলে ইসকনের মিছিল
একদিকে আসানসোলের গুঞ্জন পার্কে প্রকৃতির বুকে ছবি আঁকার কর্মশালা, অন্যদিকে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে ছবির প্রদর্শনী ৷ ভারতের মোট ছ’টি রাজ্যের পাশাপাশি 12 টি অন্য দেশের শিল্পীদের আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয় ৷ কোভিডের কারণে বিদেশের অধিকাংশ শিল্পী সশরীরে এই অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভিন রাজ্যের শিল্পীরা কর্মশালা ও প্রদর্শনীতে এসে যোগ দিয়েছেন ৷