পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দেওঘরে বন্ধ শ্রাবণী মেলা, আসানসোল রেল ডিভিশনের ক্ষতি 11 কোটি টাকা

লকডাউনের জন্য বন্ধ শ্রাবণী মেলা ৷ যার কারণে আসানসোল রেল ডিভিশনের প্রায় 11 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে ৷

ছবি
ছবি

By

Published : Jul 7, 2020, 12:53 PM IST

আসানসোল, 7 জুলাই : লকডাউনের কারণে ভারতের প্রায় সব ধর্মীয়স্থান বন্ধ । কোরোনা পরিস্থিতিতে তাই অনুমতি মিলল না দেওঘরের শ্রাবণী মেলার । গতকাল শ্রাবণের প্রথম সোমবারে দেখা গেল না দর্শনার্থীদের । যার কারণে আসানসোল রেল ডিভিশনের প্রায় 11 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে ৷

প্রতি বছরই ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ ধামে শ্রাবণ মাস ধরে চলে জল ঢালা । দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন এখানে । রেলের তরফে পুণ্যার্থীদের জন্য নতুন ট্রেন দেওয়া হত, যাতে তাঁদের কোনও অসুবিধা না হয় ।

রেল সূত্রের খবর, গত বছর আসানসোল ডিভিশনে শুধু এই শ্রাবণী মেলার কারণে 11 কোটি টাকা আয় করেছিল । কিন্তু, এই বছর ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে দেওঘর বৈদ্যনাথ ধামে শ্রাবণী মেলা বন্ধ । অন্যদিকে, ট্রেন চলাচলও বন্ধ রয়েছে । ফলে দর্শনার্থীরা এবছর আর বৈদ্যনাথ ধামের দিকে পা বাড়াতে পারছেন না । আর এই কারণে আসানসোল রেল ডিভিশন বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়েছে ।

ABOUT THE AUTHOR

...view details