পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সোনার দোকানে লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দুষ্কৃতীদের

রাত আটটা নাগাদ ওই সোনার দোকানে ক্রেতার সংখ্যা কম ছিল ৷ দোকান বন্ধ করার সময়ও হয়েগেছিল ৷ ঠিক সেই সময় ক্রেতা সেজে চারজন দুষ্কৃতী দোকানে ঢোকে ৷ মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ টাকাসহ সোনা ও রুপোর গয়না লুট করে বাইক নিয়ে চম্পট দেয় ৷ যাওয়ার সময় CCTV ক্যামেরাও ভেঙে দিয়ে যায় ৷ আসানসোলের আশ্রম মোড়ের ঘটনা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

incident of robbary at a gold shop in Asansol
সোনার দোকানে লুট

By

Published : Feb 19, 2020, 10:51 PM IST

আসানসোল, 19 ফেব্রুয়ারি : সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি ৷ জনবহুল বাজারের মধ্যে ওই সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট চালাল দুষ্কৃতীরা ৷ আসানসোলের আশ্রম মোড় এলাকার ঘটনা ৷

স্থানীয় সূত্রে খবর, আজ রাত সাড়ে 8 টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ সেসময় দোকান ফাঁকাই ছিল । ক্রেতা সেজে চারজন দুষ্কৃতী ওই দোকানে ঢোকে ৷ এরপর মালিক মুরারিমোহন আগরওয়ালকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ টাকা ও শো-কেসে রাখা সোনা, রুপোর গয়নাসহ কয়েক লাখ টাকার সম্পত্তি নিয়ে চম্পট দেয় ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ ঘটনাস্থানে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ADCP সেন্ট্রাল সায়ক দাস, ACP DD সৌম্যদীপ ভট্টাচার্যসহ দক্ষিণ থানার পুলিশ আধিকারিকরা । এই ঘটনার পর বিভিন্ন এলাকায় রাস্তায় গাড়ি আটকে তল্লাশি শুরু করে পুলিশ ৷

তল্লাশি চলছে

পুলিশ সূত্রে খবর, দোকান বন্ধের সময় দুষ্কৃতীরা দোকানে ঢুকে পড়ে ৷ দোকানের বাইরের কোলাপসেবল গেট টেনে দিয়ে দোকানের ভিতরে অপারেশন চালায় ৷ ওই চার জন ছাড়াও দোকানের বাইরের কয়েকজন দুষ্কৃতী দাঁড়িয়েছিল ৷ লুটপাট চালানোর পর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ পালানোর সময় CCTV ক্যামেরা ভেঙে ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে পালিয়ে যায় ৷ প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে কমপক্ষে 5 কেজি সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ।

ADCP সেন্ট্রাল সায়ক দাস জানান, দুষ্কৃতীরা দু'জন হেলমেট পড়েছিল । বাকিরা মুখোশ পড়েনি । দোকানের CCTV-র DVR নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা । তবে শহরের অন্য জায়গার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । তবে রেইকি করেই ডাকাতি করতে এসেছিল দুষ্কৃতীরা । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details