পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোলে ভেঙে ফেলা হচ্ছে বেআইনি ইটভাটা - আসানসোল মহকুমার কড়া পদক্ষেপ

আসানসোল মহকুমা শাসকের তৎপরতায় বেআইনি ইটভাটা ভেঙে ফেলা হচ্ছে । দূষণ বৃদ্ধি পেয়েছিল । তা কমাতে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন মহকুমা শাসক ।

Illegal bricks are being destroyed
বেআইনি ইঁটভাটা ধ্বংস করা হচ্ছে

By

Published : Feb 15, 2020, 10:23 PM IST

Updated : Feb 16, 2020, 9:48 PM IST

আসানসোল, 15 ফেব্রুয়ারি : বেআইনি ইটভাটা রোধে কড়া হাতে মাঠে নামল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন । ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ইটভাটার চিমনি । পে লোডার দিয়ে ভাঙা হচ্ছে ইটভাটাগুলি । এমন কী, দমকল ইঞ্জিন নিয়ে গিয়ে গলিয়ে ফেলা হচ্ছে ইট । আসানসোল মহকুমাজুড়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি ইটভাটাকে এভাবে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে ।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই লাল ইট তৈরির ইটভাটাগুলি থেকে পরিবেশ দূষণ বাড়ছিল । ভূমি দূষণ থেকে শুরু করে বায়ু দূষণসহ বিভিন্ন ধরনের দূষণের অভিযোগ উঠছিল । বেআইনি ইটভাটাগুলি দূষণনিয়ন্ত্রক নিয়মনীতি মানছিল না । রাজস্ব ফাঁকি দিয়ে, বেআইনি কয়লা ব্যবহার করে চালানো হচ্ছিল । সরকারি নথিপত্র ছাড়াই বেআইনিভাবে ইটভাটাগুলি চলছিল ।

ভেঙে ফেলা হচ্ছে মিনারসম উঁচু চিমনি

প্রশাসনের তরফে নোটিস পাওয়ার পরেও বেশ কিছু ভাটা মালিকের কোনও ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ । তাই প্রশাসন ক্ষুব্ধ হয়ে গুঁড়িয়ে দিচ্ছে ইটভাটাগুলি । রানিগঞ্জসহ বিভিন্ন ব্লকে ইতিমধ্যেই বেশ কয়েকটি ইটভাটাকে গুঁড়িয়ে ফেলা হয়েছে বলে জানান আসানসোলের মহকুমা শাসক দেবজিৎ গঙ্গোপাধ্যায় ।

তবে প্রশাসনিক এই অভিযানকে অনেক ইটভাটার মালিকরা অমানবিক বলেছেন । কারণ, এক একটি ইটভাটার উপর অন্ততপক্ষে 50 টি পরিবার নির্ভরশীল । মালিকদের একাংশের অভিমত, ইটভাটাগুলি এভাবে ভেঙে গুঁড়িয়ে না দিয়ে আইনগত ব্যবস্থা নিতে পারত প্রশাসন । যদিও এ প্রসঙ্গে মহকুমা শাসক জানিয়ে দেন, "বেআইনি ইটভাটা চলতে দেওয়া হবে না । লাগাতার এই অভিযান চলবে ।"

Last Updated : Feb 16, 2020, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details