আসানসোল, 1 জুন : ভিন রাজ্য ফেরতদের চিহ্নিত করতে নতুন পন্থা ৷ ভিনরাজ্য ফেরত শ্রমিক হোক বা তীর্থযাত্রী, যারাই রাজ্যে প্রবেশ করছেন তাঁদের প্রত্যেকের আঙুলে লাগানো হচ্ছে কালি ।তারপরই পাঠানো হচ্ছে হোম কোয়ারানটিন, ইনস্টিটিউশনাল কোয়ারানটিন কিংবা সোয়াব টেস্টের জন্য কোরোনা হাসপাতালে । বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডি চেকপোষ্টে এই পদ্ধতি অবলম্বন করেই ভিন রাজ্য ফেরত মানুষকে এরাজ্যে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে । মূলত ভিনরাজ্য ফেরতদের চিহ্নিত করতেই এই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ৷
ভিনরাজ্য ফেরতদের চিহ্নিত করতে দেওয়া হচ্ছে আঙুলে কালি - লকডাউন
যাঁদের শরীরে কোরোনা সংক্রমণের লক্ষণ রয়েছে বা মনে করা হচ্ছে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করার জন্য আসানসোলের কোরোনা হাসপাতালে পাঠানো হচ্ছে ৷ জানালেন শিবিরের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দিবাকর কুমার ৷
সেই সঙ্গে বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে রাজ্যে ফেরত প্রত্যেকের করা হচ্ছে থার্মাল স্ক্রিনিং ৷ তারপরই তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হচ্ছে । শিবিরের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দিবাকর কুমার জানান, "মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু গুজরাত এবং মধ্যপ্রদেশ মূলত এই পাঁচটি রাজ্য থেকে যাঁরা ফিরছেন তাঁদের সীমান্ত থেকে সরাসরি সরকারি ইনস্টিটিউশনাল কোয়ারানটিনে পাঠানো হচ্ছে । অন্যান্য রাজ্য থেকে যাঁরা ফিরছেন তাঁদের পাঠানো হচ্ছে হোম কোয়ারানটিনে ।"
সেই সঙ্গে তিনি জানান, "যাদের শরীরে কোরোনা সংক্রমণের লক্ষণ রয়েছে বা মনে করা হচ্ছে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করার জন্য আসানসোলের কোরোনা হাসপাতালে পাঠানো হচ্ছে ৷" এভাবেই ভিনরাজ্য ফেরত মানুষকে রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে৷