পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Accident in Shyam Sel Factory শ্যাম সেল কারখানায় গাড়ির ধাক্কায় মৃত্যু দম্পতির - Couple Died in an Accident

জামুড়িয়ার শিল্পতালুক এলাকায় শ্যাম সেল কারখানার গাড়ির ধাক্কায় মৃত্যু দম্পতির (Couple Died in an Accident)। দুর্ঘটনার খবর পেয়ে কারখানার গেটের সামনে এসে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন ও এলাকাবাসী ৷

Accident in Shyam Sel Factory
Etv Bharat

By

Published : Aug 19, 2022, 8:35 PM IST

জামুড়িয়া, 19 অগস্ট:জামুরিয়া শ্যামসেল কারখানার গাড়ির ধাক্কায় মৃত্যু হল দম্পতির (Accident in Shyam Sel Factory) ৷ মৃতদের নাম আস্তিক রুইদাস (43) ও তাঁর স্ত্রী ললিতা রুইদাস(32) ৷ শুক্রবার এই দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় আসানসোলের জামুড়িয়া এলাকায় ৷ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে কারখানার গাড়ি ভাঙচুরের ও কারখানা লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ কারখানা কর্তৃপক্ষের ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার পুলিশ ৷

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হরিপুর থেকে মনসা পুজোর প্রসাদ খেয়ে ওই দম্পতি জামুড়িয়ার উদ্দেশ্যে আসছিল। এরপর কারখানার ভেতর থেকে অতিরিক্ত মাল বোঝাই একটি গাড়ি দ্রুতগতিতে বেরাচ্ছিল ৷ সেই সময়েই ওই দম্পতিকে ধাক্কামারে গাড়িটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের ৷ এরপরেই কারখানার গেটে সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা ৷ কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থানীয়দের বিরুদ্ধে ইট ছোড়েন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ পৌঁছে দেহ দু’টি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

কারখানায় গাড়ির ধাক্কায় মৃত্যু দম্পতির

আরও পড়ুন: জামুড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানার গাফিলতিতেই দুর্ঘটনাটি ঘটেছে ৷ প্রত্যেকদিন কারখানার গেটের বাইরে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে । কারখানা থেকে অতিরিক্ত মাল বোঝাই গাড়ি বের হওয়ার ফলে দুর্ঘটনা ঘটছে। অথচ কারাখানা কর্তৃপক্ষের কোনও ভ্রূক্ষেপ নেই ৷

ABOUT THE AUTHOR

...view details