জামুড়িয়া, 19 অগস্ট:জামুরিয়া শ্যামসেল কারখানার গাড়ির ধাক্কায় মৃত্যু হল দম্পতির (Accident in Shyam Sel Factory) ৷ মৃতদের নাম আস্তিক রুইদাস (43) ও তাঁর স্ত্রী ললিতা রুইদাস(32) ৷ শুক্রবার এই দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় আসানসোলের জামুড়িয়া এলাকায় ৷ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে কারখানার গাড়ি ভাঙচুরের ও কারখানা লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ কারখানা কর্তৃপক্ষের ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার পুলিশ ৷
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হরিপুর থেকে মনসা পুজোর প্রসাদ খেয়ে ওই দম্পতি জামুড়িয়ার উদ্দেশ্যে আসছিল। এরপর কারখানার ভেতর থেকে অতিরিক্ত মাল বোঝাই একটি গাড়ি দ্রুতগতিতে বেরাচ্ছিল ৷ সেই সময়েই ওই দম্পতিকে ধাক্কামারে গাড়িটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের ৷ এরপরেই কারখানার গেটে সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা ৷ কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থানীয়দের বিরুদ্ধে ইট ছোড়েন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ পৌঁছে দেহ দু’টি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷