আসানসোল, 17 জুলাই : শুক্রবার ইটিভি ভারতে মহিশীলা দক্ষিণপাড়ার এক অসহায় বৃদ্ধ দম্পতির খবর প্রকাশিত হয় ৷ বাঁশ ও চাটাইয়ের ঘরে অর্ধাহারে দিন কাটছিল ষাটোর্ধ্ব কালীপদ চন্দ এবং স্ত্রী শিবানী চন্দর । এই খবর প্রকাশিত হওয়ার পরে ওই দম্পতিকে সাহায্য করতে এগিয়ে এলেন অনেকেই ।
একসময় হীরাপুরের ঢাকেশ্বরী এলাকায় থাকতেন পেশায় রাজমিস্ত্রি কালীপদবাবু । কিন্তু বার্ধক্যজনিত কারণে আর পারেন না কাজ করতে । এখন হাঁপানির পাশাপাশি রয়েছে বিভিন্ন উপসর্গ ৷ স্ত্রী শিবানীদেবীও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছেন । টাকার অভাবে কিনতে পারেন না প্রতিদিনের রক্তচাপ নিয়ন্ত্রণের ওযুধ ৷ দীর্ঘদিন অপুষ্টির জন্য শীর্ণকায় শরীর হারিয়েছে কাজ করার ক্ষমতা ৷ শনিবার এই অসহায় দম্পতির কাছে পৌঁছান মানবাধিকার সংগঠন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্যরা ৷ তাঁরা কালীপদ চন্দ এবং স্ত্রী শিবানী চন্দর হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেন ।